‘চ্যাম্পিয়নস ট্রফির আগে কোথায় উন্নতি করতে হবে আমরা জানি’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজ হারের পর তৃতীয় ও শেষ ম্যাচে রেকর্ড রান করেও জিততে পারেনি মেহেদী হাসান মিরাজের দল।
সামনেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এমন টুর্নামেন্টের আগে নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণে নাস্তানাবুদ হওয়াটা বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে। তবে উইন্ডিজ সিরিজে নেতৃত্ব দেওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন তারা জানেন কোথায় উন্নতি ক রতে হবে।
“এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।”
গতকাল রাতে বাংলাদেশ হারে ৪ উইকেটে। রেকর্ড ৩২১ রান করেও ২৪ বল আগেই হারতে হয়। মিরাজ বলেন, “আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো করেছে। বোলিংয়ে আরো ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। এটি আমাদের জন্য সমস্যার ছিল।”
এই সিরিজে ব্যাট হাতে রান পেয়েছেন ব্যাটাররা। বিশেষ করে মাহমুদয়ল্লাহ রিয়াদ তিন ম্যাচেই করেছেন ফিফটি। তার প্রশংসা ঝরেছে মিরাজের কণ্ঠে।
“(মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।”
ঢাকা/রিয়াদ/বিজয়