ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

ঢাকা মেট্রোর তিনে তিন, ৪ উইকেটে চট্টগ্রামের নায়ক ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৪
ঢাকা মেট্রোর তিনে তিন, ৪ উইকেটে চট্টগ্রামের নায়ক ফাহাদ

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে জয়রথ ছুটছে ঢাকা মেট্রোর। টুর্নামেন্টে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে তারা। একদিনের বিরতির পর শনিবার খুলনা বিভাগকে ৬ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। এদিকে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগও। তারা ঢাকা বিভাগকে হারিয়েছে ১০ উইকেটে। 

চট্টগ্রামের জয়ের নায়ক পেসার ফাহাদ হোসেন। বাঁহাতি পেসার ১১ রানে ৪ উইকেট নিয়ে ঢাকা বিভাগকে গুটিয়ে দেয় মাত্র ৬৪ রানে। নতুন বলে ফাহাদের শুরুর আক্রমণে স্রেফ দিশেহারা হয়ে যায় ঢাকা বিভাগ। শুরুর ৪ ব্যাটসম্যানকেই আউট করেন বাঁহাতি পেসার। তার শুরুর ধাক্কার পর ম্যাচে ফিরতে পারেনি ঢাকা বিভাগ। 

ঢাকার হয়ে একমাত্র দুই অঙ্কের ঘর পেরিয়েছেন তাইবুর রহমান। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান আসে মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাট থেকে। বাকিরা এসেছেন আর ফিরেছেন। ফাহাদ বাদে ২টি করে উইকেট নিয়েছেন ইরফান, শরিফ ও মাহমুদুল জয়। 

আরো পড়ুন:

লক্ষ্য তাড়ায় ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। জয় ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। তামিম ছিলেন ধীরস্থির। ৪ বাউন্ডারিতে ২৯ বলে করেন ২১ রান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ফাহাদ। চট্টগ্রামের তিন ম্যাচে এটি দ্বিতীয় জয়। 

এদিকে পাশের মাঠে তুমুল উত্তেজনা ছড়ায় ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের ম্যাচে। আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো ৯ উইকেটে ১৪৬ রান করে। খুলনা জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি। ঢাকা মেট্রোর জয়ের নায়ক স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। 

খুলনার হয়ে শুরুর দিকে ব্যাটসম্যানরা রান না করলেও শেষ দিকে লড়াই করেন সোহান, নাহিদুল, মৃত্যুঞ্জয়, জিয়াউর রহমানরা। সোহান ১৪, নাহিদুল ১৬, জিয়াউর ১৭ ও মৃত্যুঞ্জয় ১৩ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আজিজুল হাকিম তামিম। 

এর আগে ঢাকা মেট্রোকে ভালো শুরু এনে দেন ইমরানউজ্জামান। ২৮ বলে ৪৬ রান করেন তিনি। এঠাড়া নাঈম শেখ ২১ বলে ২৫, আনিসুল ২১ বলে ২২ ও শামসুর রহমান ১৮ বলে ২৬ রান করেন। খুলনার হয়ে পেসার মেহেদী হাসান রানা ২৫ রানে নেন ৩ উইকেট। ঢাকা মেট্রোর তৃতীয় জয়ের দিনে খুলনা পেয়েছে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ। 

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়