ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানের শেষ হাসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৯, ১৫ ডিসেম্বর ২০২৪
আফগানিস্তানের শেষ হাসি

সিরিজ ছিল সমতায়। শেষ ম্যাচে যে জিতবে সে-ই জিতে নেবে সিরিজ। হারারেতে রোমাঞ্চ ছড়াল। উত্তেজনাও তৈরি হলো। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে শেষ হাসিটা হাসল আফগানিস্তান। জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে তারা। 

আগে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলাররা এগিয়ে আসলেন। স্বল্প পুঁজি নিয়েও লড়াই করলেন। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে রাখলেন অতিথিদের। 

আরো পড়ুন:

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল আফগানিস্তানের। অভিজ্ঞ মোহাম্মদ নবী দলকে বিপদে ফেলেননি। ফারাজ আকরামের প্রথম বলে চার, পরের বলে দুই ও তৃতীয় বলে এক রান নিয়ে ৩ বল আগে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ১৮ বলে ২৪ রানের ইনিংসে আফগানিস্তান ম্যাচ জিতলেও আসল নায়ক পেস অলরাউন্ডার আজমতউল্লাহ উমারজাই। 

ব্যাটিংয়ে ৩৭ বলে ৩৪ রান করার আগে বল হাতে ১০ রানে ২ উইকেট নেনে উমারজাই। সঙ্গে ফিল্ডিংয়ে নেন ২ উইকেট। তাতে সিরিজ জয়ের নায়ক হয়ে যান এই দুর্দান্ত ক্রিকেটার। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন পেসার নাভীন উল হক। সিরিজে ৮ উইকেট নেন ডানহাতি পেসার। 

‘ফাইনালে’ জিম্বাবুয়ের ব্যাটিং ছিল একেবারেই সাদামাটা। ব্যাটিংয়ে ওপেনার ব্রায়েন বাটেন সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া ওয়েসলে মাধভেরের ব্যাট থেকে আসে ২১ রান। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। দুই অঙ্কে পৌঁছান ওয়ালিংটন মাসাকাদজা (১৭), ডিয়ন মায়ার্স (১৩) ও তাসিঙ্গা মুসেকিয়া (১২)।

আফগানিস্তানের হয়ে বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন তারকা লেগ স্পিনার রশিদ খান। এছাড়া ২টি করে উইকেট নেন নাভীন, আজমতউল্লাহ ও মুজিব। 

লক্ষ্য তাড়ায় আফগানিস্তানের ব্যাটিংও ভালো হয়নি। ৪৪ রান তুলতে ৪ উইকেট হারায়। সেখান থেকে আজমতউল্লাহ ও গুলবাদিন নাইব হাল ধরে দলের রান ৯২-এ নিয়ে যান। গুলবাদিন ২২ রান করে ফেরার পর আজমতউল্লাহ ৩৪ করে সঙ্গী দেখানো পথে হাঁটেন। সেখান থেকে নবীর অপরাজিত ২৪ রানে আফগানিস্তান জয়ের বন্দরে পৌঁছায়। 

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন মুজারাবানি, ত্রেভর গোয়ান্দু ও সিকান্দার রাজা। এই ২ উইকেট নিয়ে অফস্পিনার সিকান্দার জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। পেছনে ফেলেছেন রিচার্ড এনগাভারার ৭৮ উইকেট। 

টি-টোয়েন্টির পর দুই দল সামনে মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। হারারেতে প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়