ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

ইমাদ-আমিরের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইরফানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪
ইমাদ-আমিরের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইরফানের

পাকিস্তান ক্রিকেটে অবসরের হিড়িক লেগে গেছে। একের পর এক তারকারা অবসর নিচ্ছেন। ইমাদ ওয়াসিম শুরু করেছিলেন, এরপর মোহাম্মদ আমিরও তার পথে হেঁটেছেন। এবার অবসরের তালিকায় নাম লেখালেন দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সী ইরফান। ইমাদ ও আমিরের মতো ইরফানও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি জানান।

ইরফান লিখেছেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। ক্রিকেটকে আমি সমর্থন করে যাব এবং উদযাপন করব।”

আরো পড়ুন:

পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। উইকেট নিয়েছেন ১০৯টি। ইরফানকে পাকিস্তানের জার্সিতে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে।

এর আগে শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তার একদিন পর শনিবার সকালে ইমাদের পথ অনুসরণ করে একই ঘোষণা দিয়েছেন আরেক তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়