ঢাকা মেট্রোর জয়রথ ছুটছে, ৬ ছক্কায় আকবরের ঝড়

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে থামানোই যাচ্ছে না ঢাকা মেট্রো ও রংপুর বিভাগকে। টানা চার ম্যাচ জিতে প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য এই দুই দল। রোববার ‘ঢাকা ডার্বি’-র ম্যাচে ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। রংপুর বিভাগ ৭ উইকেটে জয় পেয়েছে রাজশাহী বিভাগের বিপক্ষে।
ব্যাট হাতে ঝড় তুলে রংপুর বিভাগকে জিতিয়েছেন অধিনায়ক আকবর আলী। ২৯ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৬৮ রান করেন আকবর। তাতে রাজশাহীর দেওয়া ১৯০ রানের লক্ষ্য সহজেই তাড়া করে জয় পায় রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে ঢাকা মেট্রোর জয়ের নায়ক পেস অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমন। ব্যাটিংয়ে ১৩ বলে ২৩ রানের পর কঠিনতম পরিস্থিতিতে বোলিংয়ে এসে ৪ উইকেট তুলে নেন।
আগে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ৭ উইকেটে ১৯০ রান করে। জবাবে ঢাকা বিভাগের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৭১ রানে। রানের ধারাবাহিকতায় থাকা নাঈম শেখ এই ম্যাচেও রান পেয়েছেন। ৫৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রান করেন। ৪ ইনিংসে ২০২ রান নিয়ে রান তালিকায় সবার শীর্ষে এখন ঢাকা মেট্রোর অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শামসুর রহমান শুভ। ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
ঢাকা বিভাগের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন সুমন খান ও নাজমুল ইসলাম অপু। ১ উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন।
লক্ষ্য তাড়ায় রনি তালুকদারের ১৯ বলে ৩৯ ও আরিফুল ইসলামের ৩১ বলে ৪২ রানে দারুণ জবাব দেয় ঢাকা বিভাগ। কিন্তু ইনিংসের মধ্যভাগে পথ হারিয়ে ম্যাচ হেরে বসে তারা। শেষ দিকে আরাফাত সানী জুনিয়র ৩২ বলে ২৯ রান করে চেষ্টা করেছিলেন কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। পেসার আনিসুল বোলিংয়ে গড়ে দেন ব্যবধান।
মূল মাঠে রান উৎসব হয়েছে। দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৩৮৩। শেষ হাসিটা হেসেছে রংপুর। রাজশাহীর দেওয়া ১৯০ রান তাড়ায় তাদের ভালো শুরু এনে দেন তানবীর হায়দার। ৪৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন তিনি। ১৫৭.৭৮ স্ট্রাইক রেটে সাজান ইনিংসটি। আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২৫ রান করেন।
চারে নামা আকবর ম্যাচটা স্রেফ ছিনিয়ে নেন রাজশাহীর থেকে। ক্রিজে এসে শুরু থেকে আগ্রাসন দেখান। ২৩৪.৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। ৬টি ছক্কা হাঁকান চোখের পলকে। তার অপরাজিত ৬৮ রানে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর। তার সঙ্গে ১৫ রানে অপরাজিত ছিলেন আরিফুল হক।
এর আগে রাজশাহীর ইনিংসে আলো ছড়ান সাব্বির হোসেন। ৫২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৩ রান করেন। অধিনায়ক শান্ত রানের দেখা পাননি। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে বোল্ড হন ৬ রানে। রাজশাহীর হয়ে শেষ দিকে হাল ধরেন গোলাম কিবরিয়া। ১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন। রংপুরের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
ঢাকা/ইয়াসিন/বিজয়