‘কঠিন’ হলেও আশাবাদী লিটন
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ ড্র করলেও বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। রঙিন পোশাকে শেষটা বাংলাদেশ কেমন করে সেটাই দেখার।
১৫ বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কোনো টেস্ট জিতলেও অবিস্মরণীয় সাফল্যের পর ওয়ানডে সিরিজে পাত্তাই পায়নি। ১০ বছর পর উইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজটাও কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে সিরিজে ভালো ফল পেতে প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক।
লিটন বলেন, “সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব।”
সিরিজ শুরুর আগে নিজেদেরকে একটু পিছিয়ে রেখে প্রত্যাশার চাপ কমিয়েছেন লিটন। একে তো টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের জন্য দুরূহ, অন্যদিকে প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ তখন তাদেরকে ফেভারিটের তালিকায় রাখতেই হয়। সঙ্গে যোগ হয়েছে প্রস্তুতির ঘাটতি। সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে শনিবার কৃত্রিম আলোয় ফিল্ডিং অনুশীলন করেছেন লিটনরা। পরদিন ব্যাটিং-বোলিং অনুশীলন করা হয়নি বৃষ্টির কারণে।
লিটন এটিকে তেমন কোনো বাধা মনে করেন না, “ঘাটতি নেই। কারণ, গতকাল আমরা ফ্লাডলাইটে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে, টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যেই আছে অনেকদিন ধরে। দু-একজন ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা দু-এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।”
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে হবে সিরিজের সবকটি ম্যাচ। ১৮ ও ২০ ডিসেম্বর পরবর্তী দুটি টি-টোয়েন্টি ম্যাচও এখানে হবে। চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি সেন্ট ভিনসেন্টে খেলে বাংলাদেশ। যদিও আফগানিস্তানের কাছে ম্যাচটি হেরে বিদায় নেয়। ছয় মাস পর একই ভেন্যুতে ফিরলেও উইকেট একই নয় বলে মন্তব্য করেছেন লিটন।
এই ওপেনার ব্যাটার আরো বলেন, “বিশ্বকাপে যে উইকেট ছিল আর এবার যে উইকেট, একটু পার্থক্য দেখা গেছে, গতকাল যখন অনুশীলন করেছি, উইকেট একইরকম নয়। তারা হয়তো ভিন্নভাবে তৈরি করেছে। আমরা এখনো চিন্তাভাবনা করিনি। আমাদের দলীয় ভারসাম্য চিন্তাভাবনা করে এগোব। বাংলাদেশের জন্য সেরা দল যেটি হবে, সেভাবেই করব।”
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। শ্রীলঙ্কা সফরে ২-১ ও ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে। বাংলাদেশের বিপক্ষে ১৬ ম্যাচে ৯টিতেই তারা জিতেছে উইন্ডিজ। মাত্র ৫ জয় বাংলাদেশের। দুই দলের মধ্যে ৭টি দ্বিপক্ষীয় সিরিজে ৪টি জিতেছে ক্যারিবীয়ানরা। বাংলাদেশের সিরিজ জয় ২টি, ড্র হয়েছে একটি। এবারের ফল কেমন হতে পারে? মাঠের ক্রিকেটে হবে সেই ফয়সালা।
ঢাকা/ইয়াসিন/বিজয়