ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

৭ চার, ৬ ছক্কায় তামিমের ব্যাটে এবার ৯১

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৫ ডিসেম্বর ২০২৪  
৭ চার, ৬ ছক্কায় তামিমের ব্যাটে এবার ৯১

দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে চেনা ছন্দে দেখা মিলছে তামিম ইকবালের। রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় বাউন্ডারির ডানা মেলে ব্যাট হাতে দ্যুতি ছড়ান। 

সুযোগ ছিল সেঞ্চুরিরও। ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বেশ দাপটের সঙ্গেই। কিন্তু তরুণ পেসার মেহেদী হাসানের দারুণ ইনসুইং ইয়র্কার ডেলিভারীতে পরাস্ত হতে হয় তাকে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৯১ রানে ব্যাটিং করছিলেন। উইকেট থেকে খানিকটা সরে অফ স্টাম্প আগলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন। কিন্তু মেহেদীর বোলিংয়ের উত্তর দিতে পারেননি। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় শেষ হয় তার ৯১ রানের ইনিংসটি।

আরো পড়ুন:

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ফিফটি। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৬৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান। শনিবার তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে এলো ঝকঝকে ৯১ রান। 

৩৭ বলে ফিফটিতে পৌঁছানোর পর আগ্রাসন বাড়ান তামিম। মনে হচ্ছিল সেঞ্চুরিটা হয়েই যাবে। সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বীকে যেভাবে লং অফ ও লং অন দিয়ে দৃষ্টিসীমানার বাইরে পাঠান তা মুগ্ধ করেছে সবাইকে। ১৬৮.৫২ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটি সেঞ্চুরিতে রূপ পেলে পূর্ণতা পেত। কিন্তু নার্ভাস নাইন্টিজে আটকে হাতছাড়া করলেন তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়