ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

হেড-স্মিথের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:০১, ১৫ ডিসেম্বর ২০২৪
হেড-স্মিথের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে আছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। আলেক্স ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক ৭ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল সোমবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। সেখানে বিনা উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করেছিল ২৮ রান। আজ রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) দ্বিতীয় দিনের শুরুতে বিপাকে পড়ে স্বাগতিকরা। ৩১ রানে ওসমান খাজা ও ৩৮ রানে নাথান ম্যাকসুইনির উইকেট হারায়। খাজাকে ব্যক্তিগত ২১ রানে ও ম্যাকসুইনিকে ৯ রানে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ।

দলীয় ৭৫ রানের মাথায় নিতিশ কুমার রেড্ডির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্নাস ল্যাবুশেন (১২)। এরপর স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেড ভারতের বোলারদের শাসন করেন ৩০০ বল তথা ৫০ ওভার। এ সময় চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহে তারা দুজন যোগ করেন ২৪১ রান। এ যাত্রায় হেড তুলে নেন তার ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। ১১৫ বলে ১৩টি চারে ১০০ রান করেন। এরপর স্মিথও তুলে নেন সেঞ্চুরি। তিনি ১৮৫ বলে ১২টি চারে পূর্ণ করেন ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি।

আরো পড়ুন:

৩১৬ রানের সময় স্মিথকে আউট করে এই জুটি ভাঙেন বুমরাহ। স্মিথ ১৯০ বলে ১২ চারে ১০১ রান করে রোহিত হাতে ধরা পড়েন। ৩২৬ রানের মাথায় ফিরেন হেডও। তিনি ১৬০ বলে ১৮ চারে ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলে বুমরাহর চতুর্থ শিকার হন।

নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২৭ রানের মাথায় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাকে আউট করার মধ্য দিয়ে বুমরাহ তার ক্যারিয়ারের দ্বাদশ ফাইফার পূর্ণ করেন।

সেখান থেকে আলেক্স ক্যারি ও প্যাট কামিন্স ৫৮ রান যোগ করেন দলীয় সংগ্রহে। ৩৮৫ রানের সময় মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে কামিন্স ফিরেন। ২০ রান আসে তার ব্যাট থেকে। এরপর মিচেল স্টার্ককে নিয়ে দিন শেষ করে আসেন ক্যারি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়