ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

১২ ঘণ্টা আগে টি-টোয়েন্টি দলে নাহিদ রানা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:২৯, ১৫ ডিসেম্বর ২০২৪
১২ ঘণ্টা আগে টি-টোয়েন্টি দলে নাহিদ রানা 

প্রথমবার বাংলাদেশ জাতীয় টি-টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন গতি তারকা নাহিদা রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শুরুর ১২ ঘণ্টা আগে তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়।

রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বিবৃতিতে বলা হয়, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলাদেশ দল এখন সেন্ট ভিনসেন্টে রয়েছে যেখানে, ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর ম্যাচগুলি মাঠে গড়াবে। ২২ বছর বয়সী রানা ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ছয়টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছেন। কিন্তু এখনও টি-টোয়েন্টিতে অভিষেক ঘটেনি।”

আরো পড়ুন:

গতির ঝড় তুলে সাদাপোশাকে চমকে দিয়েছিলেন রানা। উইন্ডিজের মাটিতে পেয়েছেন প্রথম ফাইফারের দেখা। ওয়ানডে সিরিজে খুব একটা সুবিধা করতে পারেননি। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৫ ম্যাচ, উইকেট পেয়েছেন ৪টি। 

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়