সালমান-ইফতি ঝড়ে ম্লান তামিম, সিলেটের বড় জয়
চার-ছয়ের ঝড় তুলে চায়ের দেশ সিলেট কাঁপিয়েছিলেন তামিম ইকবাল। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেকে এসেছেন ফিরে। বড় রানের ভিত গড়ে দিলেও দিন শেষে হাসতে পারেনি তার দল চট্টগ্রাম। সালমান হোসেন আর ইফতির ঝড়ে শেষ হাসি হেসেছে বরিশাল।
রোববার (১৫ ডিসেম্বর) একই সময়ে চলা অপর ম্যাচে জিসান আহমেদের ব্যাটে ভর করে খুলনার বিপক্ষে বড় জয় পেয়েছে সিলেট। চার ম্যাচ খেলে এই প্রথম সিলেট জয়ের দেখা পেয়েছে। ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠস্থানে। খুলনার অবস্থান একেবারে তলানিতে। তাদেরও জয় একটি। এদিকে সমান চার ম্যাচে বরিশালের এটি দ্বিতীয় জয়, তাদের অবস্থান দ্বিতীয় স্থানে।
তামিমের ৯১ রানে ভর করে চট্টগ্রাম ৭ উইকেটে ১৮২ রান করে। মাত্র ৫৪ বলে ৭টি চার ও ৬টি চারের মারে এই রান করেন তামিম। এ ছাড়া মাহমুদুল হাসান জয় ২২ ও সাব্বির হোসেন ২১ রান করেন। মেহেদী হাসান নেন সর্বোচ্চ ৩ উইকেট।
তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে ৫ উইকেট জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে ভিত গড়ে দেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি। সেই ভিতে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন সালমান। মাত্র ২৮ বলে ৫৩ রান করেন এই ব্যাটার। হাঁকিয়েছেন ৪টি ছক্কা ও ২টি চার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আহমেদ শরিফ।
অপর ম্যাচে সিলেটের কাছে পাত্তা পায়নি খুলনা। নুরুল হাসান সোহানের ৪৮ রানে ভর করে ৭ উইকেটে ১৪৪ রান করে সুরমা পাড়ের দলটি। এ ছাড়া জিয়াউর রহমান ২১ ও মোহাম্মদ মিথুন ২০ রান করেন। সিলেটের হয়ে ২ উইকেট করে নেন ইবাদত হোসেন ও নাবিল সামাদ।
তাড়া করতে নেমে জিসান ঝড়ে ৯ বল হাতে রেখে মাঠ ছাড়ে সিলেট। জিসান ৪টি চার ও ৬টি ছয়ের মারে ৪৮ বলে ৭৩ রান করেন। শেষ দিকে তোফায়েল আহমেদ ২৩ ও মাহফুজুর রাব্বি ১ রানে অপরাজিত থাকেন। খুলনার হয়ে ১টি করে উইকেট নেন জাহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাহিদুল ইসলাম।
ঢাকা/রিয়াদ/আমিনুল