রিয়ালকে টপকে বার্সেলোনাকে ছুঁলো অ্যাটলেটিকো
স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে বার্সেলোনাকে ছুঁয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) রাতে নিজেদের ১৭তম ম্যাচে গেটাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো। আর এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে গেছে তারা। বার্সেলোনারও ১৭ ম্যাচ থেকে সংগ্রহ ৩৮ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বার্সা। রিয়াল মাদ্রিদ ৩৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
গেল অক্টোবর থেকে সব ম্যাচে জয় পাওয়া অ্যাটলেটিকো আজ ঘরের মাঠে গেটাফের বিপক্ষে বেশ ধুঁকছিল। তাতে প্রথমার্ধে তারা জালের নাগাল পায়নি। বিরতির পর ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা আলেক্সান্ডার সোরলোথ ম্যাচের গতিপথ বদলে দেন। এ সময় ডানদিক থেকে নাহুয়েল মোলিনা বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেটাতে হেড নিয়ে জালে জড়ান সোরলোথ।
পিছিয়ে পড়া গেটাফে এরপর গোল শোধ দিতে প্রচেষ্টা চালাতে থাকে। বেশ কিছু ভালো আক্রমণ শানিয়ে, গোলমুখে শট নিয়েও নিশানাভেদ করতে পারেনি তারা। তাতে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১তম জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
ঢাকা/আমিনুল