ম্যানচেস্টার ডার্বি হেরে আরও চাপে গার্দিওলা-ম্যানসিটি
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটি ও পেপ গার্দিওলার। ঘরের মাঠে ম্যানচেস্টার ডার্বি জয় কিছুটা স্বস্তি দিতে পারতো তাদের। রোববার (১৫ ডিসেম্বর) রাতে শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু অন্তিম মুহূর্তে দুই গোল হজম করে ইতিহাদে ২-১ ব্যবধানে হেরে গেছে স্কাই ব্লুজরা। তাতে আরও চাপে পড়েছে ম্যানসিটি, বিশেষ করে পেপ গার্দিওলা। যার মনের মধ্যে জেকে বসেছে চাকরিচ্যুত হওয়ার ভয়। এই হারের পর সেটা আরও পাকাপোক্তভাবে জেকে বসবে তার মনে।
এই হারে ১৬ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে আরও বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২২ পয়েন্ট নিয়ে আছে ১৩তম স্থানে।
এদিন ৩৬ মিনিটে কর্নার পেয়েছিল ম্যানসিটি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন জাস্কো ভারডিওল। এই গোলে তারা এগিয়ে থাকে ৮৭ মিনিট পর্যন্ত। কিন্তু মাত্র দুই মিনিটে সবকিছু উলট-পালট হয়ে যায়।
৮৬ মিনিটে ম্যানসিটির মাথিয়াস নুনেস বক্সের মধ্যে ফাউল করেন আমাদ দিয়ালোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করে সমতা ফেরান। ৯০ মিনিটে দিয়ালো কঠিন অ্যাঙ্গেল থেকে গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করেন।
ঢাকা/আমিনুল