এশিয়া কাপে জয়ে শুরু মেয়েদের
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানের ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
কুয়ালালামপুরে বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে। জবাবে ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা।
দারুণ বোলিং করে শ্রীলঙ্কার রান আটকে রাখেন বাংলাদেশের নিশিতা আক্তার নিশি ও ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার। সুমাইয়া ২ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফারজানা ৩ ওভারে ১২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর নিশিতা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট।
শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সানজানা কাভিন্দি ৫ চারে সর্বোচ্চ ২১ রান করেন। রাশমিকা সেওয়ান্দি ১ চারে করেন ২০ রান। এছাড়া লিমানসা তিলকরত্নে ১৬, সুমুদু নিসানসালা ১৫ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাদিয়া আক্তার ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন। আফিয়া আশিমা ২ চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান আসে সুমাইয়ার ব্যাট থেকে। এছাড়া মোসাম্মাত ইভা ৩ চারে করেন ১৮ রান।
বল হাতে শ্রীলঙ্কার রাশমিকা ৩ ওভারে ২৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন প্রমুদি মেথসারা ও আচেনি থালাগুনি। ১৬ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশের নিশিতা।
ঢাকা/আমিনুল