রান পাহাড়ে চাপা পড়া ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে বড় হার
ফাইল ছবি
টার্গেট বিশাল, ৬৫৮। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেউ কখনো এতো বিশাল টার্গেট তাড়া করে জয় পায়নি। হয়তো ইংল্যান্ডের পক্ষেও সেটা সম্ভব হবে না। তাইতো রান পাহাড়া চাপা পড়া ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে বড় ব্যবধানের হার।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৬ ওভারে ১৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে। জ্যাকব বেথেল ৯ ও জো রুট শূন্যরানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল মঙ্গলবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। নিউ জিল্যান্ডের চেয়ে তারা এখনও পিছিয়ে আছে ৬৪০ রানে!
আজ দলীয় ৮ রানে জ্যাক ক্রাউলি ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হন। ৫ রান করেন তিনি। আর ১৮ রানের মাথায় টিম সাউদির বলে বোল্ড হয়ে যান বেন ডাকেট। ৪ রান করেন তিনি।
তার আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা নিউ জিল্যান্ড আজ বাকি ৭ উইকেট হারিয়ে ৪৫৩ রান তোলে। দ্বিতীয় দিন ৫০ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন আজ ১৫৬ রান করে আউট হন। তার ইনিংসে ২০টি চার ও ১টি ছক্কার মার ছিল। আর রাচীন রবীন্দ্র করেন ৪৪ রান। এছাড়া ড্যারিল মিচেল ৬০, মিচেল স্যান্টনার ৪৯ ও টম ব্লানডেল অপরাজিত ৪৪ রান করেন।
বল হাতে ইংল্যান্ডের বেথেল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন বেন স্টোকস ও শোয়েব বশির।
প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৩৪৭ রান করে। জবাবে সফরকারী ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৩ রানে।
অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা।
ঢাকা/আমিনুল