তামিমকে নিয়ে আশার আলো, সাকিবকে নিয়ে আরও অন্ধকারে
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাতে তামিম ইকবালের সঙ্গে কথা বলবেন জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে সাকিব আল হাসানকে দলে রাখতে পারবেন কিনা তা নিয়ে পরিস্কার কোনো ধারনাও নেই তার। সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪) মিরপুর শের-ই-বাংলায় তামিমকে জাতীয় দলে ফেরানো নিয়ে আশার আলো দেখালেও সাকিবকে নিয়ে আরও ধোঁয়াশায় তিনি।
লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তামিম। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে তামিম চট্টগ্রামের হয়ে খেলে ৪ ম্যাচে ১৯০ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ছিল ৬৩.৩৩। স্ট্রাইক রেট ১৫০.৭৯। শুরু থেকেই কথা ছিল, চার ম্যাচ খেলবেন তিনি। নিজের ফেরা, ফিটনেস কোন পর্যায়ে আছে তা দেখতেই বিপিএলের আগে জাতীয় লিগকে বেছে নেন বাঁহাতি ওপেনার। নিজের মিশনে সাকসেসফুল তামিম। তার ব্যাটিং দেখে মন ভরেছে নির্বাচকদেরও। তাইতো জাতীয় দলে তাকে ফেরানো নিয়ে আলোচনা শুরুর কথাও বললেন প্রধান নির্বাচক।
‘‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিনি এভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ।’’
এর আগে নানা সময়ে এই আলোচনায় বসার কথা জানানো হলেও কখনো বসা হয়নি। নানা কারণেই তা সম্ভব হয়নি। গাজী আশরাফ সেই কথাই বললেন, ‘‘তামিমের বিষয়টা অনেক দিন ধরে... কেউ যদি আসলে নিজেকে সরিয়ে রাখার জায়গায় নিয়ে রাখে... আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মত-পার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। আমার বিশ্বাস, এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেট মাঠে ফেরত এসেছেন। একটা আশা নিয়ে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে।’’
ফেরার জন্য তামিমকে সবধরণের সহযোগিতার আশ্বাস গাজী আশরাফের, ‘‘তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্খা করবে... একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’’
তামিমকে নিয়ে প্রধান নির্বাচক যতটা মন খুলে কথা বলতে পারলেন সাকিব ইস্যুতে ততটাই অস্বস্তিতে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না। সম্প্রতি বোলিং ইস্যুতে নতুন ঝামেলায় পড়েছেন। অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। এছাড়া ব্যাটিংয়েও নেই পুরোনো তেজ। সব মিলিয়ে সকল পরিস্থিতি সাকিবের জন্য বিরুদ্ধ। এমন অবস্থায় নির্বাচকদেরও যে বাড়তি কিছু করার নেই তা গাজী আশরাফ হোসেনের কথায় ফুটে উঠল।
‘‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভূক্তির ব্যাপারটা।’’
‘‘এটা (সাকিবের) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল