ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

টেস্ট ক্রিকেটে রশিদ খান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৭ ডিসেম্বর ২০২৪  
টেস্ট ক্রিকেটে রশিদ খান

তিন বছরেরও বেশি সময় পর আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন বৈচিত্র্যময় ও দলের তারকা স্পিনার রশিদ খান।জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে তাকে ফেরানো হয়েছে।

গ্রোয়েন ইনজুরির কারণে লম্বা সময় ধরে তাকে টেস্ট খেলা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আবু ধাবিতেই নিজের শেষ টেস্ট খেলেছেন রশিদ খান। এখন পর্যন্ত মাত্র ৫ টেস্ট খেলেছেন এই লেগ স্পিনার। উইকেট পেয়েছেন ৩৪টি।

জিম্বাবুয়ের বিপক্ষে তরুণ স্কোয়াড নিয়ে দল সাজিয়েছে আফগানিস্তান। স্কোয়াডে সাত জনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি। দলে আছেন অলরাউন্ডার ইসমত আলম, বাঁহাতি স্পিনার জহির শেহজাদ, বাঁহাতি পেসার বসির আহমেদ আফগান। ত্রয়ী ঘরোয়া ক্রিকেটে দারুণ পাররম্যান্সের পুরস্কার পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় আছেন আজমত উল্লাহ উমারজাই, ফারিদ আহমেদ, রিয়াদ হাসান ও সাদিকুল্লাহ অতল।

রশিদ খানকে নিয়ে আফগানিস্তানের অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল বলেছেন, ‘‘রশিদ খান টেস্ট দলে ফিরেছেন, যা আমাদের লাল বলের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। দলের বাকিরা সম্প্রতি নানগারহার প্রদেশে ভাল প্রস্তুতি নিয়েছিল, যেখানে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিল।’’ 

আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন শেষে চলে যাবেন। ব্যক্তিগত কাজের জন্য টেস্ট সিরিজে তিনি থাকবেন না। তার জায়গায় হামিদ হাসান প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সহকারী হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল। দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহীদি। সহকারী থাকবেন রহমত শাহ বুলাওয়েতে আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ৬ জানুয়ারি।

আফগানিস্তান টেস্ট স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরাম আলিখাইল, আফসার জাজাই, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ অটল, আব্দুল মালিক, বাহির শাহ, ইসমাত আলম, আজমউল্লাহ উমারজাই, জহির খান, জিয়াউ উর রহমান, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমেদ, নাভীদ জারদান ও ফরিদ আহমেদ।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়