বৃষ্টিতে বাঁচলো জিম্বাবুয়ে
হারারেতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডেটি বৃষ্টির পেটে গিয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আজমতউল্লাহ ওমরজাইর বোলিং তোপে ৯.২ ওভারে ৪৪ রান তুলতেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। এরপর বৃষ্টি এসে হানা দেয়। শেষ পর্যন্ত অনবরত বৃষ্টির কারণে খেলা আর শুরু করা যায়নি। ম্যাচটি পরিত্যক্ত হয়।
ওমরজাই ৪.২ ওভার বল করে ১৮ রানে নেন ৪ উইকেট। আল্লাহ মোহাম্মদ গজনফার ২ ওভারে ৫ রান দিয়ে নেন ১টি উইকেট।
দলীয় ১৩ রানে তাদিওয়ানাশে (৬) ও ব্রিয়ান বেনেটের (০) উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৪১ রানে গিয়ে হারায় পর পর তিনটি উইকেট। প্রথমে ডিয়ন মায়ার্স (১২), এরপর বেন কুরান (১৫) এবং শন উইলিয়ামস (০) আউট হন। সেখান থেকে সিকান্দার রাজা ও ক্রেইগ আরভিন দলীয় সংগ্রহে আরও ৩ রান যোগ করেন। এরপর বৃষ্টি শুরু হলে বিপদের হাত থেকে বাঁচে শেভরনরা।
ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে জিম্বাবুয়ে ঠিক কতোদূর যেতে পারতো বলা মুশকিল। তবে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হতো। তাতে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হতে পারতো। সেটার হাত থেকে অন্তত বৃষ্টি তাদের বাঁচিয়ে দিয়েছে।
বৃস্পতিবার দুপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান।
ঢাকা/আমিনুল