১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অশ্বিন
চৌদ্দ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (১৮ ডিসেম্বর, ২০২৪) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবসর ঘোষণা করেন তিনি।
৩৮ বছর বয়সী অশ্বিন বলেন, ‘‘এটাই হতে যাচ্ছে ভারতের হয়ে সব ফরম্যাটে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। আমি অনুভব করি এখনও দেওয়ার মতো কিছু আছে আমার মধ্যে। আর সেটা আমি ক্লাব পর্যায়ে দিতে চাই।’’
স্পিন মাস্টার তার টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ৫৩৭ উইকেট নিয়ে। যা ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। ২০৬ টেস্ট খেলে ২৪ গড়ে উইকেটগুলো নিয়েছেন তিনি। টেস্ট ৩৭ বার তিনি নিয়েছেন ৫ উইকেট। যা যৌথভাবে শেন ওয়ার্নের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ।
১১৬ ওয়ানডতে নিয়েছেন ১৫৬ উইকেট। আর ৬৫টি টি-টোয়েন্টিতে তার শিকার ৭২ উইকেট।
অবসর ঘোষণা করা অশ্বিনকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে।
ঢাকা/আমিনুল