ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

হাসান-মাহেদীর র‌্যাংকিংয়ে বড় লাফ, আকিল শীর্ষে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১০, ১৮ ডিসেম্বর ২০২৪
হাসান-মাহেদীর র‌্যাংকিংয়ে বড় লাফ, আকিল শীর্ষে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করায় আইসিসি র‌্যাংকিংয়েও পড়ল প্রভাব। বাংলাদেশের দুই বোলার হাসান মাহমুদ ও শেখ মাহেদী হাসান বড় লাফ দিয়েছেন। পেসার হাসানের উন্নতি হয়েছে ৩৮ ধাপ। মাহেদী এগিয়েছেন ১৮ ধাপ। তিন ধাপ এগিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন পেসার তাসকিন আহমেদ। তিনি আছেন র‌্যাংকিংয়ের ১৮তম স্থানে।

বুধবার (১৮ ডিসেম্বর) আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করে তা প্রকাশ করেছে। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনেরও উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে বোলিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার। এই সংস্করণের বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।  তিন ধাপ এগিয়ে চূড়ায় উঠেছেন আকিল। পেছনে ফেলেছেন আদিল রাশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জ্যাম্পাকে।

হাসান প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেট পেয়েছিলেন। বুধবার দ্বিতীয় ম্যাচে ২৩ রানে পেয়েছেন ১ উইকেট। বিরাট লাফ দিয়ে র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন ৪৭তম স্থানে। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন মাহেদী। ১৩ রানে পেয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০ রানে ২ উইকেট নিয়ে দ্যুতি ছড়ান। ধারাবাহিক পারফরম্যান্সে মাহেদী উঠে এসেছেন ২৩তম স্থানে। এছাড়া তাসকিন প্রথম ম্যাচে ২ এবং দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। ১৮তম স্থানে তার অবস্থান। বোলারদের উন্নতি হলেও ব্যাটসম্যানদের কারো পরিবর্তন হয়নি।

আরো পড়ুন:

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়