ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

লিটনের প্রশংসায় সিমন্স

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫২, ১৯ ডিসেম্বর ২০২৪
লিটনের প্রশংসায় সিমন্স

ওয়ানডে ও টি-টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ ৫ ম্যাচে দুই শুন্য। রান মোটে ৯। এমন পারফরম্যান্স বাংলাদেশ টি-টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের। টি-টি-টোয়েন্টি সিরিজ জিতলেও দুই ম্যাচে ব্যাট হাতে তার অবদান মাত্র ৩। 

তবে নেতৃত্বে দারুণ ছাপ রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাতে প্রশংসায় ভাসিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ‘‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে।’’

নাজমুল হোসেন শান্ত চোটে থাকায় উইন্ডিজ সিরিজে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। টি-টি-টোয়েন্টিতে বোর্ড আস্থা রাখে লিটনের উপর। 

আরো পড়ুন:

রান না পেলেও সিমন্সের বিশ্বাস দ্রুত ফর্মে ফিরবেন লিটন, ‘‘রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’’

দুই দিকে শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ঝড় তুলে ক্যামিও ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ এনে দেন শামীম পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। তাকেও প্রশংসায় ভাসিয়েছেন সিমন্স। 

‘‘শামীম ম্যাচসেরা হয়েছে, অবশ্যই ওর পারফরম্যান্সে তো খুশি। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে। দেখে ভালো লাগছে।’’ 

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়