ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

লেস্টার সিটির হামজা এখন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:২৭, ১৯ ডিসেম্বর ২০২৪
লেস্টার সিটির হামজা এখন বাংলাদেশের

লেস্টার সিটির রাইট ব্যাক হামজা চৌধুরী এখন বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) রাতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে। লাল-সবুজের জার্সিতে খেলতে এখন আর কোনো বাধা নেই তার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাফুফের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ার চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইবুনালের প্লেয়ার স্ট্যাটস চেম্বার হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অনুমতি প্রদান করেছে। এর ফলে হামজা চৌধুরী, যিনি ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি এফসি এবং ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলায় অংশগ্রহণের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন, এখন থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আশা করে, হামজা চৌধুরীর অন্তর্ভূক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের সমূহ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিও তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন:

এ বিষয়ে এক ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‘‘আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।’’

হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু ফিফার অনুমোদন আসছিল না। অবশেষে সেটা পাওয়া হলো।

আগেই বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন হামজা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়