দলগত দারুণ নৈপূণ্যে এক ম্যাচ আগেই সিরিজ পাকিস্তানের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে কেপ টাউনে তৃতীয় ওয়ানডেতে দলগত দারুণ নৈপূণ্যে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৮১ রানের ব্যবধানে।
পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩২৯ রানে অলআউট হয়। জবাবে হেইরিক ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ের পরও ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় পাকিস্তান।
দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের লাগাম টেনে ধরেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ। শাহীন ৮ ওভারে ৪৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। নাসিম ৮.১ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর আবরার ৯ ওভারে ৪৮ রানে শিকার করেন ২টি উইকেট। অপর উইকেটটি নেন সালমান আগা।
দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্লাসেন। ২৪৮ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন তখন তার নামের পাশে ৭৪ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৯৭ রান ছিল। ক্লাসেনের বাইরে টনি ডি জর্জি ৩৪, ডেভিড মিলার ২৯, রাসি ফন ডের ডুসেন ২৩ ও এইডেন মার্করাম করেন ২১ রান।
তার আগে পাকিস্তানের ইনিংসে ফিফটির দেখা পান তিন ব্যাটসম্যান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৭টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন। বাবর আজম ৭ চারে করেন ৭৩। কামরান গুলাম ৩২ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন। এছাড়া সালমান ৩ চার ও ১ ছক্কায় ৩৩ ও সাইম আইয়ুব করেন ২৫ রান। তাতে পাকিস্তানের সংগ্রহ ৩২৯ পর্যন্ত যায়।
বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ছিলেন আগের ম্যাচে অভিষেক হওয়া কোয়ানা মাফাকা। তিনি ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৭২ রান দিয়ে ৪টি উইকেট নেন। মার্কো জানসেন ১০ ওভারে ১ মেডেনসহ ৭১ রান দিয়ে নেন ৩টি উইকেট।
ঝড়ো ইনিংস খেলে রিজওয়ান ও শাহীনকে পেছনে ফেলে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নেন কামরান গুলাম।
ঢাকা/আমিনুল