ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

সেদিকুল্লাহর মেইডেন সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড রানের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৪, ২০ ডিসেম্বর ২০২৪
সেদিকুল্লাহর মেইডেন সেঞ্চুরিতে আফগানিস্তানের রেকর্ড রানের জয়

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানিস্তানের সেদিকুল্লাহ অটল। তার মেইডেন সেঞ্চুরির ম্যাচে আফগানিস্তান রেকর্ড ২৩২ রানের ব্যবধানে জয় পেয়েছে।

আগে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহর ১০৪, আব্দুল মালিকের ৮৪ ও অতিরিক্ত থেকে আসা ৪০ রানে ভর করে আফগানিস্তান ৬ উইকেটে ২৮৬ রান করে। জবাবে ১৭.৫ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রথম আফগানিস্তান ওয়ানডেতে কোনো দলকে এতো অল্পরানে অলআউট করলো। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।

জিম্বাবুয়ের কেবল দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করেন। তার মধ্যে শন উইলিয়ামস ১৬ ও সিকান্দার রাজা করেন অপরাজিত ১৯ রান। বল হাতে আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজনফার ৩.৫ ওভারে ২ মেডেনসহ ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাভিদ জাদরান ৩ ওভারে ১ মেডেনসহ ১৩ রান দিয়ে নেন ৩টি উইকেট। ফজল হক ফারুকি ৬ ওভারে ২ মেডেনসহ ১৫ রান দিয়ে পান ২টি উইকেট।

আরো পড়ুন:

তার আগে উদ্বোধনী জুটিতে সেদিকুল্লাহ ও মালিক ১৯১ রানের জুটি গড়েন। সেদিকুল্লাহ ১২৮ বলে ৮টি চার ও ৪ ছক্কায় করেন ১০৪ রান। আর মালিক ১০১ বলে ১১টি চার ও ১ ছক্কায় করেন ৮৪ রান। এরপর হাশমতউল্লাহ শাহিদি অপরাজিত ২৯ ও মোহাম্মদ নবী করেন ১৮ রান। তাতে সফরকারীদের রান ২৮৬ পর্যন্ত যায়।

বল হাতে জিম্বাবুয়ের নিউম্যান নাইয়ামহুরি ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ট্রেভর গুয়ান্দু ১০ ওভারে ২ মেডেনসহ ৭০ রান দিয়ে নেন ২টি উইকেট।

মেইডেন সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন সেদিকুল্লাহ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়