ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

চার ধাপে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৪০, ২০ ডিসেম্বর ২০২৪
চার ধাপে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে প্রথমবারের মতো।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের লম্বা সফর শেষে এবার দেশে ফেরার পালা। দুই দিনে চার ভাগে লিটন দাসরা ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম ভাগে ২২ ডিসেম্বর সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় ফিরবেন সাত জন। দ্বিতীয় ভাগে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে চার জন ফিরবেন ঢাকায়। 

আরো পড়ুন:

এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স সূত্র জানিয়েছে, কোচিং স্টাফের সদস্যরা যাবেন বড় দিনের ছুটিতে। ফিরবেন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

এক মাসের বেশি এই সফরের শুরু হয় টেস্ট সিরিজ দিয়ে। ২২ নভেম্বর প্রথম টেস্ট ও ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হয়। টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায় । 

ওয়ানডে সিরিজ শুরু হয় ৮ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ হয় ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডেতে বাংলাদেশ ধবলধোলাই হয়। 

এরপর ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। ১৮ ডিসেম্বর জিতে নিশ্চিত করে সিরিজ। আর আজ ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের হারিয়ে ধবলধোলাইয়ের ইতিহাস গড়ে লিটন দাসের দল। বাকি দুই সিরিজ নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়