শনিবার বিসিবির বোর্ডসভা, যেসব বিষয়ে সিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) ব্যাপক রদবদল ঘটে। প্রায় চার মাস পেরোতে চললেও এখন পর্যন্ত বণ্টন হয়নি স্ট্যান্ডিং কমিটি।
শনিবার (২০ ডিসেম্বর) ষোলোতম বোর্ড সভা ডেকেছে বিসিবি। বিকেল ৩টায় সেটি শুরু হওয়ার কথা রয়েছে। রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
এই সভায় স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হতে পারে। বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজে একাধিক কমিটির দায়িত্বে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপারেশন্স ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন নিজ কাঁধে।
এ ছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানেও আছেন তারা আগের কমিটিগুলোর দায়িত্ব পালন করছেন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন হতে পারে এবং রদবদলও আসতে পারে।
স্ট্যান্ডিং কমিটি ছাড়াও ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হতে পারে পর্যালোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে হতে পারে চূড়ান্তও।
এ ছাড়া আসন্ন বিপিএল আয়োজনসহ সম-সাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আলোচনা হতে পারে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধের ইস্যু এবং তামিম ইকবালের জাতীয় দলে আসার বিষয়টি।
সবশেষ বিসিবির বোর্ড মিটিং হয় ৩০ অক্টোবর। সেবার পাপনদের পরিচালকপদ বাতিলসহ, সংবিধান সংশোধনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা/রিয়াদ