ঢাকা মেট্রোকে প্রথম হারের স্বাদ দিয়ে ফাইনালে রংপুর
৭ ম্যাচে ৭ জয়। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে রবিন রাউন্ড লিগে ঢাকা মেট্রো ছিল অপ্রতিরোধ্য। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে যায় প্রথম কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল রংপুর বিভাগ। ৭ ম্যাচে তাদের জয় ছিল ৫টিতে।
শনিবার প্রথম কোয়ালিফায়ারে পাশার দান পাল্টে গেল। দুর্দান্ত পারফর্ম করে আসা ঢাকা মেট্রো পেল হারের তিক্ত স্বাদ। রংপুর বিভাগ ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে চলে গেছে ফাইনালে।
ঢাকা মেট্রো অবশ্য ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ খুলনা বিভাগ। যারা জিতবে তারা রংপুরের বিপক্ষে শিরোপার লড়াইয়ে ২৪ ডিসেম্বর মাঠে নামবে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইকে ঘিরে উন্মাদনা ছিল। কিন্তু, ব্যাট-বলে লড়াই একদমই জমল না। গুমোট আবহাওয়ায় ছুটল না রানের ফোয়ারা। দেখা মিলল না চার-ছক্কার বৃষ্টি। লো স্কোরিং ম্যাচে রংপুর হারিয়েছে ঢাকাকে।
আগে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ৯ উইকেটে ১০৭ রান তোলে। জবাবে রংপুর বিভাগ শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে।
বোলারদের আধিপত্য দেখানোর ম্যাচে নায়কও হয়েছেন একজন বোলার। রংপুরের পেসার রবিউল হক ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট পেয়েছেন। রানের চাকা আটকে রাখতে মিডল ওভারে তার বোলিং ছিল অসাধারণ। এছাড়া আলাউদ্দিন বাবু ২৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আনামুল হক ও আরিফ আহমেদ।
ঢাকার ব্যাটিং ছিল একেবারেই নিষ্প্রভ। ইতিবাচক মানসিকতার দেখা মেলেনি। উইকেট ধীর গতির। নিচু বাউন্স হচ্ছিল। তাই, লড়াই করতে পারেননি কেউ। ওপেনার ইমরানউজ্জামান ৬৫ মিনিট ক্রিজে কাটিয়ে ৪২ বল খেলেন। ৪ বাউন্ডারিতে রান করেন কেবল ৩০। এছাড়া, অধিনায়ক নাঈম শেখ ১১, সাদমান ইসলাম ১৩ রান করেন। মধ্যভাগের তিন ব্যাটসম্যান শামসুর (০), মার্শাল (৩) ও আনিসুল (৩) ফেরেন দ্রুত।
ঢাকার রান একশ পেরিয়ে যায় আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনির ব্যাটে। রনি ২ ছক্কায় ৮ বলে ১৬ এবং বিপ্লব ২ চার ও ১ চারে ২৪ বলে ২৩ রান করেন।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে রংপুর ৩০ রান পায়। কিন্তু, এরপর ১৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ৩ তিন ব্যাটসম্যান। সেখান থেকে ১৭ রান যোগ হতেই আরো ১ ব্যাটসম্যান সাজঘরে। তাতে ম্যাচে কিছুটা রোমাঞ্চ ছড়ায়। কিন্তু, তানভীর ও আরিফুল ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে রংপুরের বিপদ বাড়েনি।
আরিফুল ২ ছক্কা, ১ চারে ২০ বলে ২২ করে বিদায় নিলেও রংপুরকে জিতিয়ে মাঠ ছাড়েন তানভীর। ২৬ বলে ২ চারে তার ইনিংস থেকে আসে ২২ রান।
এর আগে ইনিংসের শুরুতে দুই ওপেনার চৌধুরী রিজওয়ান ও আব্দুল্লাহ মামুন ১৭ রানের দুটি ইনিংস খেলেন। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ১৬ রান। ঢাকা মেট্রোর হয়ে বল হাতে ২ উইকেট নেন শহীদুল ইসলাম।
খুলনা নাকি ঢাকা, কে হবে রংপুরের ফাইনালের সঙ্গী? উত্তরটা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঢাকা/ইয়াসিন/রফিক