নারী ক্রিকেটারদের জন্য ফারুকের ‘সুখবর’
ছবি: রাইজিংবিডি
জাতীয় পুরুষ ক্রিকেট দলের জন্য পুরস্কারের ছড়াছড়ি। সিরিজ জিতলে কিংবা র্যাংকিংয়ের উপর ভিত্তি করে নানাভাবে আর্থিক পুরস্কার দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নারী ক্রিকেটারদের জন্য সুখবর নিয়ে আসলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।
পুরুষ ক্রিকেটারদের মতো বিসিবি প্রেসিডেন্ট নারী ক্রিকেটারদেরও পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন । শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির ১৬তম বোর্ডসভায় মেয়েদের পুরস্কৃত করার বিষয়টি চূড়ান্ত হয়।
“ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি আমরা। যেটা নতুন জিনিস। র্যাংকিংয়ের ভিত্তিতে ছেলেরা যেমন একেক অনুপাতে বোনাস পায়, একইভাবে মেয়েরাও বোনাস পাবে।”
তবে পুরুষদের সঙ্গে নারীদের পুরষ্কারের ব্যবধান থাকবে বলেও জানিয়েছেন ফারুক, “টাকার অঙ্ক হয়তো একটু হেরফের হবে তবে বোনাস পাবে। মূলত এগুলো নিয়েই আলোচনা করেছি।”
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিগার সুলতানা জ্যোতিদের পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকে উঠছে। সেটি বিবেচনায় এমন ব্যবস্থা চালু করতে যাচ্ছে বিসিবি। হারাচ্ছে বড় বড় দলগুলোকে।
পুরস্কার ছাড়াও ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের চুক্তির আওতায় নিয়ে আসবে বোর্ড। এখন শুধু ২৫ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে আছেন। চার ক্যাটাগরিতে এই ক্রিকেটাররা বেতন-ভাতা পেয়ে থাকেন। এবার ঘরোয়া ক্রিকেটে যুক্ত করা হবে ৩০ নারী ক্রিকেটারকে।
“আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরো ত্রিশ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ৩০ জন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা”— বলেছেন বিসিবি প্রেসিডেন্ট।
ঢাকা/রিয়াদ