চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ১১৮ রান
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। কুয়ালালামপুরে আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। ভারতের ব্যাটারদের সুবিধা করতে দেননি তারা।
তাতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি ভারতের মেয়েরা। জিততে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান। এই রান করলেই প্রথমবার আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতবে বাংলাদেশ। নাম লেখাবে ইতিহাসের পাতায়।
ব্যাট করতে নেমে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে একপ্রান্ত আগলে থাকেন গঙ্গাদী তৃষ্ণা। তিনি ৪৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন মিথিলা ভিনোদ। এছাড়া অধিনায়ক নিকি প্রসাদ ১২ ও আয়ুশি শুক্লা করেন ১০ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।
বল হাতে বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। আর হাবিবা ইসলাম ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল