চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫
ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ ও ২৭ ফেব্রুয়ারি
ভেন্যু ঠিক না হলেও চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপিং অনেক আগে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে এখনো আইসিসি আনুষ্ঠানিকভাবে সূচি ও গ্রুপিং প্রকাশ করেনি। তবে এরই মধ্যে জানা গেছে, এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে একই গ্রুপে। এই গ্রুপের অন্য দলটি হলো নিউ জিল্যান্ড।
আইসিসি হোক বা এসিসি টুর্নামেন্ট, ভারত ও পাকিস্তান এক প্রতিযোগিতায় যতবার মুখোমুখি হবে তত লাভ আয়োজকদের। দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই এখন কেবল টিকে আছে মহাদেশীয় এবং বৈশ্বিক আসরে। তাই সূচিটাও এমনভাবে করা হয় যেন, এই দুই দলের একাধিক ম্যাচ পাওয়া যায়। এর পেছনে বাণিজ্যিক কারণও আছে। বলার অপেক্ষা রাখে না, উপমহাদেশের ভেন্যু এবং দর্শক বিবেচনায় এই তালিকায় রয়েছে বাংলাদেশও। এই তিন দলের ম্যাচে হাউসফুল দর্শক মাঠে থাকবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
সূচি অনুযায়ী বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে ভারতের বিপক্ষে। ভারতের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের ম্যাচটি হবে দুবাইয়ে। বাংলাদেশের পরের ম্যাচ নিউ জিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, ২৪ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতেই।
বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠে তাহলে ম্যাচ হবে পাকিস্তানেই। যদি ফাইনালে উঠে, প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে ম্যাচ হবে দুবাইতে।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যবসা সফল ম্যাচ ভারত ও পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই দল মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়নস ট্রফির অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি। ১০ মার্চ বাড়তি একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল