৯ গোলের ম্যাচ জিতে শীর্ষস্থানে ব্যবধান বাড়াল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২২ ডিসেম্বর, ২০২৪) রাতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে গোল হয় ৯টি। আর এই ৯ গোলের ম্যাচটি ৬-৩ ব্যবধানে জিতে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল।
১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল যথারীতি আছে শীর্ষে। ১৭ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি দ্বিতীয় স্থানে ও ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তৃতীয় স্থানে। এই ম্যাচ হেরে ১৭ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে টেবিলের একাদশতম স্থানে।
এদিন শুরু থেকেই দারুণ খেলা লিভারপুল ম্যাচের ২৩ মিনিটে লিড নেয়। এ সময় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রসে হেড নিয়ে জালে জড়ান লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি খুব কাছ থেকে হেডে গোল করেন। ৪১ মিনিটে অবশ্য টটেনহ্যামের জেমস ম্যাডিসন গোল করে ব্যবধান কমান। তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+১) লিভারপুলের ডমিনিক সোবোসলাই গোল করে ব্যবধান বাড়ান। তাকে গোলে সহায়তা করেন মোহাম্মদ সালাহ।
বিরতি থেকে ফিরে গোল পান সালাহও। ৫৪ মিনিটে পাল্টা আক্রমণে উঠে খুব কাছ থেকে শট নিয়ে গোল করেন মিশরীয় এই স্ট্রাইকার। ৬১ মিনিটে সালাহ নিজের জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয়ে যায় ৫-১।
কিন্তু ম্যাচের ৭২ মিনিটে টটেনহ্যামের ডিজান কুলুসেভেস্কি ও ৮৩ মিনিটে ডমিনিক সোলানকে গোল করে প্রমাণ করেন তারা এখনও হাল ছেড়ে দেননি (৫-৩)। কিন্তু ৮৫ মিনিটে লিভারপুলের দিয়াজ সতীর্থ সালাহর বাড়িয়ে দেওয়া বল থেকে জোড়া গোল পূর্ণ করে লিভারপুলকে ৬-৩ ব্যবধানের দারুণ এক জয় উপহার দেন।
ঢাকা/আমিনুল