ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাফার গানে শুরু, কখন গাইবেন রাহাত ফতেহ আলী খান 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৩ ডিসেম্বর ২০২৪  
রাফার গানে শুরু, কখন গাইবেন রাহাত ফতেহ আলী খান 

দুপুর নাগাদ থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় দর্শকরা আসতে থাকেন। তবে বাড়তি কোনো ভিড়-ভাট্টা ছিল না। ধীরে ধীরে দর্শকরা আসছেন বিপিএল মিউজিক ফেস্টে। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা নাগাদ শুরু হয় কনসার্ট। শুরুতেই মঞ্চ মাতাতে ওঠেন অ্যাভয়েড রাফা। তবে তখন শের-ই-বাংলার অধিকাংশ আসনই ছিল ফাঁকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গান করছিলেন রাফা, সময় গড়ানোর সঙ্গে বাড়ছে দর্শকদের সংখ্যা। 

আরো পড়ুন:

বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানের বিখ্যাত কাওয়ালি শিল্পি রাহাত ফতেহ আলী খান। কনসার্ট আয়োজকদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টায় মঞ্চে উঠবেন এই কাওয়ালী শিল্পী। গান করবেন তিন ঘণ্টা। পারফর্ম করার জন্য সাড়ে তিন কোটি টাকা নিচ্ছেন রাহাত ফতেহ আলো। 

রাফা ছাড়া দেশীয় ব্যান্ডের মধ্যে আছে মাইলস, রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও হান্নান। রাহাত ফতেহ আলীর আগে তারা পারফর্ম করবেন। 

এদিকে সর্বোচ্চ ১২ হাজার টাকা আর সর্বনিম্ন ক্লাব হাউজের মূল্য আড়াই হাজার টাকায় প্রথমে টিকিট ছেড়েছিল বিসিবি। পরবর্তীতে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন পাঁচশত টাকা করা হয়। টিকিট বিক্রির অনলাইনমাধ্যম টিকিফাই গতকাল জানিয়েছে, তাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়