নারী বিসিএল
১০ উইকেটে জয় রাবেয়াদের, জ্যোতির জবাবে ফারজানার সেঞ্চুরি
বাংলাদেশ নারী ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় আসরে বড় জয় দিয়ে শুরু করেছে সাউথ জোন। ইস্ট জোনকে রাবেয়া খানের দল হারিয়েছে ১০ উইকেটে। অন্যদিকে নিগার সুলতানা জ্যোতি-ফারজানা হকদের লড়াই শেষ হয়েছে ড্র—তে। দুজনেই তুলে নেন সেঞ্চুরি।
সোমবার (২৩ ডিসেম্বর) শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ দিন মাত্র ৯ রানের লক্ষ্য দিতে পারে ইস্ট জোন। তাড়া করতে নেমে মাত্র ৫ বলে কোনো উইকেট না হারিয়ে মাঠ ছাড়ে সাউথ জোন।
এর আগে প্রথম ইনিংসে ইস্ট জোন মাত্র ১৯৩ রান করে। সর্বোচ্চ ৮৮ রান করেন শারমিন সুপ্তা। সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুলতানা খাতুন।
জবাবে আয়েশা রহমান-ঝিলিকের ব্যাটে ভর করে ৩৪৭ রান করে সাউথ জোন। আয়েশা ৯৪ ও ঝিলিক ৮২ রান করেন। ৪ উইকেট নেন শরিফা খাতুন।
১৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমে মাত্র ১৬২ রান করে ইস্ট জোন। রাবেয়া একাই নেন ১০ উইকেট।
এদিকে বাংলা ট্র্যাকে আজ শেষ দিন ১ উইকেটে ২৪০ রানে থামে নর্থজোনের ইনিংস। ১৪৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমেছিলেন তারা। ফারজানা হকের সেঞ্চুরি (১০২) ও ইশমা তানজীমের ৯০ রানে ভর করে ম্যাচটি ড্র হয়।
এর আগে প্রথম ইনিংসে ২৪০ রান করে নর্থ জোন। সর্বোচ্চ ৮২ রান করেন ফারজানা। সেন্ট্রালের হয়ে একাই ৭ উইকেট নেন নাহিদা আক্তার।
জবাবে প্রথম ইনিংসে জ্যোতির ১৫৩ রানে ভর করে ৩৮৭ রান করে সেন্ট্রাল জোন। মুর্শিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার ৬০ রান করেন। ৬ উইকেট নেন জান্নাতুল ফেরদাউস সুমনা।
ঢাকা/রিয়াদ