ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না শামির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫০, ২৩ ডিসেম্বর ২০২৪
বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না শামির

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য বিবেচিত হননি মোহাম্মদ শামি। মূলত পায়ের হাঁটুতে ব্যাথার কারণেই তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়নি। আজ সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) এক বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বিষয়টি জানিয়েছে।

চতুর্থ টেস্টকে সামনে রেখে ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা জাতীয় ক্রিকেট একাডেমির কাছে শামির উন্নতির বিষয়ে আপডেট জানতে চেয়েছিলেন। সেটার জবাবে জাতীয় ক্রিকেট একাডেমি জানায় শামি বর্তমান খেলার জন্য ফিট নন।

বিবৃতিতে বিসিসিআই বলে, ‘‘রঞ্জি ট্রফিতে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে নভেম্বরে শামি ৪৩ ওভার বল করেছিলেন। এরপর সৈয়দ মুশতাক আলী ট্রফির ৯ ম্যাচের সবকটিতে খেলেছিলেন। সে সময় ম্যাচের বাইরেও সাইডলাইনে অতিরিক্ত বোলিং করে নিজেকে টেস্টের জন্য ফিট করতেছিলেন।।’’

আরো পড়ুন:

‘‘যাইহোক, বোলিং চাপের কারণে তার বাম পায়ের হাঁটু কিছুটা ফুলে যায়। মূলত লম্বা সময় পর অনেক ওভার বোলিং করায় তার এই ফোলাভাব দেখা দেয়। ডাক্তারি পর্যবেক্ষণ শেষে বিসিসিআইর মেডিকেল দল জানিয়েছে, বোলিং চাপ নেওয়ার জন্য তার হাঁটুর আরও কিছু সময় প্রয়োজন হবে। আর সে কারণেই বর্ডার-গাভাস্কার ট্রফির পরবর্তী দুই টেস্টের জন্য তাকে ফিট মনে হচ্ছে না।’’

শামি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার পর থেকে আর ভারতের হয়ে খেলতে পারেননি। গেল ফেব্রুয়ারিতে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেটা থেকে পুরোপুরি সেরে উঠে রঞ্জি ট্রফি ও মুশতাক আলী ট্রফিতে খেলেন। কিন্তু তার হাঁটুতে আবারও সমস্যা দেখা দিয়েছে। সে কারণে বিজয় হাজারে ট্রফির জন্য বাংলার দলে তাকে রাখা হয়নি। তবে বিসিসিআই জানিয়েছে, তার হাঁটুর পরিস্থিতির ওপর নির্ভর করছে প্রাদেশিক দলে তার খেলার বিষয়টি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়