অভিষেকে সেঞ্চুরি হাঁকানো জঙগু এবার ডাক পেলেন টেস্ট দলে
আমির জঙগু
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের আমির জঙগুর। আর অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ৪৬ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। ওয়ানডের পর এবার টেস্ট দলেও ডাক পেয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই ব্যাটসম্যান। জানুয়ারিতে পাকিস্তান সফরের টেস্ট দলে রাখা হয়েছে তাকে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে না পারা গুদাকেশ মোতিও জায়গা পেয়েছেন দলে। স্পিন বিভাগে তিনি ছাড়াও সুযোগ পেয়েছেন কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।
জঙগু ও মোতি দলে জায়গা পেয়েছেন শামার যোসেফ ও আলজারি যোসেফের জায়গায়। শামার অসুস্থ। তবে আলজারি টেস্ট না খেলে খেলবেন আইএল টি-টোয়েন্টি।
এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। যথারীতি ক্রেইগ ব্রেথওয়েট দলকে নেতৃত্ব দিবেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা আছেন তার সহকারী হিসেবে। ব্যাটিং ইউনিটে আছেন মিকাইল লুইস, অ্যালিক আথানেজ, কেসি কার্টি ও জাস্টিন গ্রেভেস। পেস বোলিং আক্রমণে যথারীতি আছেন কেমার রোচ, জেডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
জঙগু অবশ্য ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার পেলেন। ২০২৩-২৪ মৌসুমে পাঁচ ম্যাচ খেলে রান করেছেন ৫০০। গড় ছিল ৬৩.৫০। একটি ফিফটি ও দুইটি সেঞ্চুরি ছিল তার।
আগামী ২ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে। ইসলামাবাদে পৌঁছাবে ৬ জানুয়ারি। প্রথম টেস্ট শুরু হবে ১৬ জানুয়ারি করাচিতে। এরপর ২৪ জানুয়ারি মুলতানে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর হতে যাচ্ছে ১৮ বছরের মধ্যে প্রথম। সবশেষ ২০০৬ সালে তারা টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল। এরপর নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে ২০১৬ সালে টেস্ট সিরিজ খেলেছিল দল দুটি।
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যালিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জঙগু, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস ও জোমেল ওয়ারিকান।
ঢাকা/আমিনুল