এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি
দিনের পর দিন আলাপ-আলোচনা, মতনৈক্য, অনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। আটটি দলকে দুই গ্রুপে ভাগ ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সময়সূচি:
তারিখ | মুখোমুখি | সময় | ভেন্যু |
১৯ ফেব্রুয়ার | পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড | বিকেল ৩টা | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম ভারত | বিকেল ৩টা | দুবাই |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম দ. আফ্রিকা | বিকেল ৩টা | করাচি |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | বিকেল ৩টা | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম ভারত | বিকেল ৩টা | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড | বিকেল ৩টা | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | বিকেল ৩টা | রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম ইংল্যান্ড | বিকেল ৩টা | লাহোর |
২৭ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম বাংলাদেশ | বিকেল ৩টা | রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | বিকেল ৩টা | লাহোর |
০১ মার্চ | দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | বিকেল ৩টা | করাচি |
০২ মার্চ | নিউ জিল্যান্ড বনাম ভারত | বিকেল ৩টা | দুবাই |
০৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | বিকেল ৩টা | দুবাই |
০৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | বিকেল ৩টা | লাহোর |
০৯ মার্চ | ফাইনাল | বিকেল ৩টা | লাহোর/দুবাই |
ঢাকা/রিয়াদ/আমিনুল