ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ফাইনালে চোখ রেখে দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৪ ডিসেম্বর ২০২৪  
ফাইনালে চোখ রেখে দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের এই টেস্টকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একাদশ ঘোষণা করেছে প্রোটিয়ারা। এই ম্যাচটি জিততে পারলেই প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাবে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম টেস্টের একাদশ পেস বোলিং নির্ভর করেছে স্বাগতিকরা। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার করবিন বোশের। এছাড়া কাগিসু রাবাদা, মার্কো জানসেন ও ড্যান প্যাটারসন আছেন পেস ইউনিটে। ইনজুরির কারণে কেশভ মহারাজ না থাকলেও স্পিন বিভাগ সামলাবেন কাইল ভেরেইনি ও স্ট্রিস্টান স্টাবস।

তবে ব্যাটসম্যানদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষের টেস্ট সিরিজে যারা খেলেছিলেন তারাই আছেন পাকিস্তানের বিপক্ষেও।

আরো পড়ুন:

করবিন বোশের এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল। এবার টেস্টে অভিষেক হচ্ছে। করবিন ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে রান করেছেন ১২৯৫টি। গড় ৪০.৪৬। ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ ৬৯। এছাড়া বল হাতে তিনি ৭২টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ৬৯ রানে ৫ উইকেট।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
টনি ডি জর্জি, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনি (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কাগিসু রাবাদা, ডেন প্যাটারসন ও করবিন বোশ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়