ওপেনিংয়ে ফিরবেন রোহিত, বাদ পড়বেন গিল-নিতিশ
আগামীকাল বৃহস্পতিবার ভোরে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে চতুর্থ টেস্টে সারপ্রাইজ অপেক্ষা করছে ভারতের সমর্থকদের জন্য। বেশ কিছু পরিবর্তন নিয়ে মেলবোর্নে মাঠে নামবে ভারত।
যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে লোকেশ রাহুল নেমে যাবেন তিনে। তাহলে শুভমান গিল কোথায় ব্যাট করবেন? গিলকে ছয় নম্বরে পাঠানো হতে পারে। অথবা তাকে বাদ দেওয়া হতে পারে। ধ্রুব জুরেল কিংবা সরফরাজ খানকে মিডল অর্ডারে দেওয়া হতে পারে।
অবশ্য অ্যাওয়ে সিরিজে গিলের রেকর্ডও খুব একটা ভালো নয়। ২২ ইনিংসে ৩০.৮০ গড়ে তিনি রান করেছেন ৬১৬টি। সেক্ষেত্রে চতুর্থ টেস্টে গিল যদি একাদশে জায়গা না পান তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
শুধু গিল নয়, মেলবোর্ন টেস্টে নিতিশ কুমার রেড্ডিও বাদ পড়তে পারেন। তার জায়গায় আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। এই টেস্টে ভারত কেবল দুইজন স্পিনার খেলাবে। সেক্ষেত্রে ওয়াশিংটন ও রবীন্দ্র জাদেজা জায়গা পেতে পারেন।
পেস বোলিং আক্রমণে যথারীতি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ থাকবেন।
ভারতের সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শুভমান গিল/ধ্রুব জুরেল/সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।
ঢাকা/আমিনুল