ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

৭ বছর ১৩ হারানো এভারটনকেও এখন ভয় পায় ম্যানসিটি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৮, ২৫ ডিসেম্বর ২০২৪
৭ বছর ১৩ হারানো এভারটনকেও এখন ভয় পায় ম্যানসিটি!

এভারটনের বিপক্ষে জয়ের পাল্লাটা অবশ্য ম্যানচেস্টার সিটির দিকেই ভারী। ২০১৭ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এভারটনের বিপক্ষে ১৫ ম্যাচ খেলেছে ম্যানসিটি। তার মধ্যে একটিতেও হারেনি স্কাই ব্লুজরা। জিতেছে ১৩টি, ড্র করেছে ২টিতে।

গেল ৭ বছরে ১৫ ম্যাচের মধ্যে ১৩ টিতেই হারানো এভারটনকেও এখন ভয় পায় ম্যানসিটি। ঠিক কতোটা দৈন্যদশার মধ্যে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামীকাল বৃহস্পতিবার বক্সিংডেতে বাংলাদেশ সময় সন্ধ্যায় এভারটনের মুখোমুখি হবে ম্যানসিটি। ঘরের মাঠের এই ম্যাচের আগে আজ বুধবার (২৫ ডিসেম্বর, ২০২৪) সংবাদ মাধ্যমকে পেপ গার্দিওলা বলেছেন এভারটন তাদের চেয়েও ভালো অবস্থায় রয়েছে।

‘‘তারা আসলে যথাযথ প্রতিপক্ষ নয়। তাদের বিপক্ষে আমাদেরকেই সেরাটা দিয়ে খেলতে হবে। যদিও সেরা ফর্মে ফিরতে কিছুটা সময় লাগবে আমাদের। তার আগে আমাদেরকে জিততে হবে। যত দ্রুত সম্ভব জয়ে ফিরতে হবে। আমরা এভারটনের মুখোমুখি হব। বর্তমানে তারা ভালো অবস্থানে রয়েছে। তাদের রেজাল্ট ও পারফরম্যান্সই সেটার প্রমাণ।’’

আরো পড়ুন:

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে আছে ম্যানসিটি। ১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ২৭ পয়েন্ট। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এভারটন অবশ্য আছে ১৫তম অবস্থানে। তবে সবশেষ দুই ম্যাচে তারা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসি ও তৃতীয় অবস্থানে থাকা আর্সেনালের সঙ্গে ড্র করেছে। সে কারণেই গার্দিওলার ম্যানসিটির সমীহ পাচ্ছে তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়