ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সেঞ্চুরিতে রুট-উইলিয়ামসনকে ছাড়িয়ে স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৭, ২৭ ডিসেম্বর ২০২৪
সেঞ্চুরিতে রুট-উইলিয়ামসনকে ছাড়িয়ে স্মিথ

আবারও হাসলো স্টিভেন স্মিথের ব্যাট। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর, ২০২৪) সকালে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬৭ বলে ৯টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন তিনি। আকাশদীপের বলে বোল্ড হওয়ার আগে ১৯৭ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১৪০ রানের ইনিংস খেলে যান।

এটা ছিল ভারতের বিপক্ষে তার ১১তম সেঞ্চুরি এবং কোনো ক্রিকেটারের সর্বোচ্চ। এর আগে জো রুট ও স্মিথ ভারতের বিপক্ষে ১০টি করে সেঞ্চুরি করে যৌথ অবস্থানে ছিলেন। আজ সেঞ্চুরি হাঁকিয়ে রুটকে ছাড়িয়ে গেলেন স্মিথ।

শুধু তাই নয়, বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসনের সেঞ্চুরির সংখ্যা ৩৩। তাকে ছাড়িয়ে স্মিথ আজ ৩৪তম সেঞ্চুরি করলেন। জো রুট অবশ্য ৩৬টি সেঞ্চুরি নিয়ে আছেন শীর্ষে। কোহলির সেঞ্চুরির সংখ্যা ৩০টি।

আরো পড়ুন:

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এটা ছিল স্মিথের পঞ্চম সেঞ্চুরি। ঐতিহ্যবাহী এই মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনজন ব্যাটসম্যান পাঁচটি কিংবা তার অধিক সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছিলেন। স্মিথ আজ সেই এলিট ক্লাবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছেন। স্যার ডন ব্র্যাডম্যান ৯টি, ম্যাথু হেইডেন ৬টি ও স্যার জ্যাক হবস করেছিলেন ৫টি সেঞ্চুরি।

স্মিথের ১৪০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া বড় সংগ্রহের ভিত পেয়েছে। ১২২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান সংগ্রহ করেছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়