ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

স্মিথের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:২৬, ২৭ ডিসেম্বর ২০২৪
স্মিথের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল অস্ট্রেলিয়া

বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১২২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল অজিরা। স্মিথ ৬৮ ও প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনে স্মিথ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে নিজের ১১তম সেঞ্চুরি। ১৬৭ বলে ৯টি চার ও ২ ছক্কায় শতক তুলে নেন তিনি।

আর কামিন্স ৪৯ রান করে আউট হন। স্মিথ আউট হওয়ার আগে ১৯৭ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১৪০ রানের ইনিংস খেলে যান। এছাড়া মিচেল স্টার্ক ১৫ ও নাথান লায়ন ১৩ রান করেন। তাতে অস্ট্রেলিয়া ৪৭৪ রানের সংগ্রহ পায়।

আরো পড়ুন:

আগের দিন স্যাম কনস্টাস ৬০, উসমান খাজা ৫৭, মার্নাস ল্যাবুশেন ৭২ ও আলেক্স ক্যারি করেন ৩১ রান। বল হাতে জাসপ্রিত বুমরাহ ৯৯ রানে ৪টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ৭৮ রানে নেন ৩টি উইকেট। আর আকাশদীপ ৯৪ রানে শিকার করেন ২ উইকেট।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়