ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কাগজে-কলমে টি-টোয়েন্টি খেলা হয় না: আকবর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৮, ২৭ ডিসেম্বর ২০২৪
কাগজে-কলমে টি-টোয়েন্টি খেলা হয় না: আকবর

দুর্বার রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই শুরু হতে বাকি মাত্র দুই দিন। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন প্রস্তুতির মঞ্চে। কে সেরা, কে এগিয়ে আর কে পিছিয়ে এই নিয়ে চলছে আলোচনা। দুর্বার রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী মনে করেন, ‌কাগজে-কলমে টি-টোয়েন্টি খেলা হয় না। অর্থাৎ কাগজে কলমে দলের শক্তি বিবেচনার একমাত্র মাঠে সঠিক সময়ে সঠিক পারফরম্যান্স।

“টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে যে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে। আমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।”

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর সংবাদমাধ্যমে দলের শক্তি নিয়ে প্রশ্নে এমন মন্তব্য করেন আকবর। আজ থেকে অনুশীলন শুরু করেছে রাজশাহী। ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে পদ্মা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নশীপের জন্য রাজশাহী লড়তে পারবে কী না প্রশ্নে আকবর বলেন, “আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।”

ঘরোয়া ক্রিকেটে আকবরকে বিভিন্ন দলের নেতৃত্ব দিতে দেখা যায়। এবারের বিপিএলেও কী তাই হবে? যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বিষয়টি তুলে দিলেন রাজশাহীর ম্যানেজমেন্টের কাঁধে, “এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।”

ঢাকা/রিয়াদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়