ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

পিএসএল নাকি বিপিএল—শাহীন আফ্রিদির চোখে কোনটি সেরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:০৫, ২৮ ডিসেম্বর ২০২৪
পিএসএল নাকি বিপিএল—শাহীন আফ্রিদির চোখে কোনটি সেরা

সুযোগ হয়েও হয়ে ওঠেনি। এবার সবকিছু ব্যাটে বলে মিলেছে। সঙ্গে ডাক এসেছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের থেকে। আর না করতে পারেননি পাকিস্তানি তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। প্রথমবার খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় ঢাকায় পা রাখেন শাহীন। শনিবার সকালেই হাজির হন মিরপুর শের-ই-বাংলায়। প্রায় দুই ঘণ্টা অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ডানহাতি এই পেসার। ডায়াসের সামনে দাঁড়িয়ে সবাইকে চমকে দিলেন বাংলায় “ভালোবাসি” বলে।

বল হাতে দুনিয়া কাঁপানো শাহীন প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসেছেন বাংলাদেশে। সঙ্গে তুলনাও চলে আসে শাহীনের নিজ দেশ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে। যেখানে তিনি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নও হয়েছিলেন।

বিপিএল নাকি পিএসএল? এমন প্রশ্নে, বুদ্ধিমত্তার সঙ্গে এই পেসার জানালেন টুর্নামেন্ট শেষে তিনি এর উত্তর খুঁজবেন।

“আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারব।”

এবার তামিমের ডাকে সাড়া দিয়ে ঢাকায় হাজির হয়েছেন শাহীন। ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য তার রোমাঞ্চও কাজ করছে, “বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য ফোন দিলেন, তখন থেকেই আমি এক্সাইটেড। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব।”

অনুশীলনেও তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় শাহীনকে। নিজেদের কথোপকথন নিয়ে শাহিন বলেছেন, “তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই আমি খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।”

আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৮৫ উইকেট নিয়েছেন শাহীন। বিপিএলেও নিশ্চিতভাবে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াবেন। নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে শাহিন বলেছেন, “আমি রেকর্ড গড়া বা ভাঙার চেষ্টা করছি না। টি-টোয়েন্টিতে আমি শুরুতে শুধু ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। টি-টোয়েন্টিতে উইকেট সব সময় ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকে। তাই আমি বৈচিত্র কাজে লাগানোর চেষ্টা করি।”

ঢাকা/রিয়াদ/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়