ঢাকা     মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

ভারতকে ৩৬৯ রানে আটকে লিড পেলো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:২৯, ২৯ ডিসেম্বর ২০২৪
ভারতকে ৩৬৯ রানে আটকে লিড পেলো অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ভারতকে ৩৬৯ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। তাতে লিড পেয়েছে ১০৫ রানের।

৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। নিতিশ কুমার রেড্ডি ১০৫ ও মোহাম্মদ সিরাজ ২ রানে অপরাজিত ছিলেন। আজ রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) চতুর্থ দিন সকালে তারা দুজন মাত্র ২২ বল মোকাবিলা করতে পারেন। দলীয় সংগ্রহে রান যোগ করতে পারেন ১১টি। দলীয় ৩৬৯ রানের মাথায় নিতিশ আউট হলে যবনিকাপাত ঘটে ভারতের ইনিংসের। নিতিশ ১৮৯ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন। সিরাজ ৪ রানে অপরাজিত থাকেন।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন প্রত্যেকে ৩টি করে উইকেট নেন।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল সবকটি উইকেট হারিয়ে। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই। ৯১ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। তাদের লিড হয়েছে দুইশ’র কাছাকাছি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়