চতুর্থ দিনেই ফল হচ্ছে দ. আফ্রিকা-পাকিস্তান টেস্টের
সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনেই হারের মুখে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২১১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০১ রান। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। এবার তারা ৫৯.৪ ওভারে ২৩৭ রানে অলআউট হয়। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১৪৮ রান।
সেই রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৭ রান তুলে তৃতীয় দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। আজ চতুর্থ দিনে জিততে তাদের প্রয়োজন আরও ১২১ রান। আর পাকিস্তানের প্রয়োজন ৭ উইকেট।
রান তাড়া করতে নেমে ১১ রানেই উইকেট হারায় প্রোটিয়ারা। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে টনি ডি জর্জি ফিরেন ২ রান করে। নতুন ব্যাটসম্যান রায়ান রিকেলটনকে অবশ্য রানের খাতা খুলতেই দেননি খুররম শাহজাদ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফেরান শূন্যরানে। ১৯ রানের মাথায় আরও একটি উইকেট হারায় প্রোটিয়ারা। এবার মোহাম্মদ আব্বাস এলবিডব্লিউ করে ফেরান ট্রিস্টান স্টাবসকে। ১০ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি তিনি।
সেখান থেকে এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা মিলে তৃতীয় দিন শেষ করে আসেন। মার্করাম ৪ চারে ২২ ও বাভুমা শূন্যরানে অপরাজিত আছেন।
তার আগে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। তৃতীয় দিনে বাকি ৭ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে তারা ১৪৯ রান যোগ করতে পারে। এই ইনিংসে সৌদ শাকিল ১০টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান করেন। বাবর আজম দেখা পান ফিফটির। তিনি ৯ চারে করেন ৫০ রান। তাদের পরে কেবল আমের জামাল করেন ১৮ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে মার্কো জানসেন ৬টি উইকেট নেন। ২টি উইকেট নেন কাগিসু রাবাদা। আর ১টি করে উইকেট নেন করবিন বোশ ও ড্যান প্যাটারসন।
ঢাকা/আমিনুল