ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

মধুমতি ব্যাংক ও অনলাইনে বিপিএলের টিকিট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৯ ডিসেম্বর ২০২৪  
মধুমতি ব্যাংক ও অনলাইনে বিপিএলের টিকিট

বিপিএল মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগে টিকিটের দাম প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিপিএলের এগারতম আসরের পর্দা উঠবে। রোববার দুপুর ১১টা ৪৪ মিনিটে শুধুমাত্র ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি।

অনলাইনে ও সরাসরি গিয়ে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। অনলাইনে টিকিট পাওয়া যাবে এই ঠিকানায়, www.gobcbticket.com.bd

এছাড়া সরাসরি টিকিট কেনা যাবে মধুমতি ব্যাংকের সাতটি শাখায়। ২৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত এবং ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট সরাসরি কেনা যাবে।

আরো পড়ুন:

টিকিটের দাম নাগালেই রাখা হয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা করে। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। 

ইন্টারন্যাশনাল গ্যালারির মিডিয়া ব্লক ও করপোরেট ব্লকের টিকিটের মূল্য ১০০০ টাকা। এছাড়া সাউথ করপোরেট ব্লকের টিকিটের মূল্য ৮০০ টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা করে। একটি বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে আয়োজকরা। শহীদ মুশতাক স্ট্যান্ডের পাশেই রয়েছে জিরো ওয়েস্ট জোন। যেখানে আসন সংখ্যা ৩০০ জন। ৬০০ টাকায় পাওয়া যাবে সেই গ্যালারির টিকিট।

মধুমতি ব্যাংকের যে ৭টি শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে:
১) মিরপুর শাখা (মিরপুর ১১)
২) মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)
৩) গুলশান শাখা (গুলশান ১ ও ২ এবর মাঝে)
৪) ধানমন্ডি শাখা (পুরোনো ২৭)
৫) উত্তরা শাখা (জসীম উদ্দিন রোড)
৬) কামরাঙ্গীচর শাখা
৭) ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়