ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

লক্ষ্য এখন বিপিএল

জাতীয় দলের জন্য ‘যথেষ্ট সময় আছে’ আফিফের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ ডিসেম্বর ২০২৪  
জাতীয় দলের জন্য ‘যথেষ্ট সময় আছে’ আফিফের

শুরুটা ছিল দারুণ। কিন্তু প্রত্যাশার চাপে যেন খেই হারিয়ে ফেলেন। ছিটকে যান জাতীয় দল থেকে। মাঝে সাঝে সুযোগ এলেও কাজে লাগাতে পারেন না। তবে হতাশ হচ্ছেন না বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করে খুলনা টাইগার্সের এই ক্রিকেটার ফিরতে চান জাতীয় দলে। এখনো সময় শেষ না হওয়ার এতদূর ভাবতে চান না আফিফ।

“ভালো করলে ওখানে অবশ্য আবারও (সুযোগ আসবে)। এমন না সময় শেষ হয়ে গেছে। আমার হাতে এখনও যথেষ্ট সময় আছে, অবশ্যই সেখানে ভালো করতে পারি, তাহলে সুযোগ থাকবে নিজের ক্যামব্যাক করার।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আফিফ। এ সময় তার জাতীয় দলে আসা যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সবশেষে উইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে প্রভাব রাখতে পারেননি। ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। প্রথম ম্যাচে ৮ রান আসে। বাদ পড়েন শেষ দুই ম্যাচে। এর আগে ওয়ানডে সিরিজে রান করেন যথাক্রমে ২৮, ২৪ ও ১৫। বাংলাদেশ ধবলধোলাই হয়।

আরো পড়ুন:

আফিফ বলেন, “প্রত্যেকটা বিপিএলই প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সব সময় আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সামনে অনেক অনেক জায়গায় সুযোগ আসে। শুধু ইন্টারন্যাশন্যালে না, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে। আশা থাকবে নিজের সেরাটা যাতে দিতে পারি টিমের জন্য।”

এবারের খুলনা টাইগার্স দল নিয়েও খুশি আফিফ, প্রত্যাশা করছেন ভালো কিছুর, “টিম তো অবশ্যই অনেক ভালো হয়েছে, বিশেষ করে আমাদের লোকাল প্লেয়াররা অনেক ভালো আছে এবং ফরেইন প্লেয়ার যারা আছে তারা যদি ফ্রি থাকে তাহলে তো কম্বিনেশনে অবশ্যই খুব ভালো টিম হয়েছে।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়