ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

ড্রাফটের আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি চান তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৯ ডিসেম্বর ২০২৪  
ড্রাফটের আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি চান তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে এবার স্থানীয় ক্রিকেটারদের আয়োজন করা হয় জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। যেখানে সাত বিভাগীয় দলের সঙ্গে ঢাকা মেট্রো অংশগ্রহণ করে। বিপিএলের আগে এই প্রতিযোগিতাকে স্বাগত জানিয়েছে ক্রিকেটাররা। তবে টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট বিপিএল ড্রাফটের আগে আয়োজনের পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল।

জাতীয় দলের সাবেক অধিনায়কের মতে, বিপিএল ড্রাফটের আগে এই প্রতিযোগিতা আয়োজন করা হলে বিপিএলের দল বাছাইয়ে আরও সহজ হবে। প্রতিযোগিতাতেও আরও প্রতিদ্বন্দ্বীতা বাড়বে। সঙ্গে ক্রিকেটারদের টানা খেলার ভেতরেও থাকতে হবে না। ইনজুরির প্রবণতাও কমবে। 

সোমবার মিরপুরে শুরু হচ্ছে বিপিএলের এগারতম আসর। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম এসেছিলেন টুর্নামেন্ট নিয়ে কথা বলতে। যেখানে উঠে আসে, জাতীয় ক্রিকেট লিগ প্রসঙ্গ। খোলামনে টুর্নামেন্ট নিয়ে নিজের ভাবনা ভাগাভাগি করেন তামিম, ‘‘আমার কাছে মনে হয় টুর্নামেন্টটা (এনসিএল) খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমার কাছে মনে হয় এটা বেশিই লম্বা ছিল। এটা মাথায় রাখতে হবে ডমেস্টিক ক্রিকেটার যারা ছিলেন ওরা কিন্তু দুইমাস ধরে চারদিনের ক্রিকেট খেলেছে। তারপর ওরা ১৩ দিনে ৯টা টি-টোয়েন্টি খেলেছে। আবার ৩-৪ দিনের ব্রেকে ওরা বিপিএলের মতো টুর্নামেন্ট খেলবে, এখানেও চোটে পড়ার শঙ্কা থাকে।’’

আরো পড়ুন:

‘‘টুর্নামেন্টের উদ্যোগটা ভালো আমি আশা করি পরের বছর এটা বিপিএলের ড্রাফটের ঠিক আগে হবে। তাহলে যারা ফ্র্যাঞ্চাইজি আছে তারা বুঝতে পারবে কাকে নিবে বা কাকে না নেবে। এটা যদি একই ফরমেটে ঐ সময়েই হয় তাহলে ভালো। এ সময়ের জন্য হয়তো ফরম্যাটটা বড় ছিল। কারণ, খেলোয়াড়রা খেলার মধ্যে ছিল। কিন্তু এটা যদি সেপ্টেম্বরে হয় এবং ২০ দিনে ৭টা ম্যাচ খেলানো যায় তাহলে আমার কাছে মনে হয় এটা খুব ভালো উদ্যোগ।’’ –যোগ করেন তামিম। 

স্থানীয় তরুণ ক্রিকেটারদের ধারাবাহিকতার ঘাটতির সঙ্গে বড় ইনিংস খেলতে না পারার দুর্বলতা ফুটে উঠেছে বারবার। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ইনিংস খেলার থেকে হিসেব অনুযায়ী খেলার কথা বললেন তামিম। বিশেষ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের উদাহরণ টেনে তামিম বলেছেন, ‘‘শেষ যে ভারত টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে, তাদের দর্শনটা ভিন্ন ছিল। ওদের কথা ছিল ৭০-৮০ দরকার নেই, ১০ বলে ৩০ হলেই হবে। এমন ৩ জন করলে আর ১ জন্য যদি ৫০-৬০ করে তাহলে ভালো। এটা খুবই ভালো আর তারা সেটা করে সফল। এটা যদি বাংলাদেশে কাজ করে, এটা চেষ্টা করা উচিত। এটা কাজ না করলে অন্য অপশন চেষ্টা করা উচিত। ভারত সফল হইছে বলে আমাদেরও করতে হবে সেটা নয়! কিন্তু বুঝতে হবে তারা কিভাবে চ্যাম্পিয়ন হলো। বাংলাদেশে যারা থিংকট্যাংক আছে, তারা চিন্তা করবে কিভাবে এগোতে চান।’’

সঙ্গে যোগ করেন, ‘‘আমার কাছে যেটা মনে হয় আপনার লিমিটেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো সবসময় সব ধরণের শট খেলতে পারেন কিন্তু সব উইকেটে সব শট খেলার প্রয়োজন পড়ে না। ওই লিমিটেশন যখন জানবেন তখন আপনি একটা লিমিটেশনের মধ্যে থেকেই খেলতে থাকবেন।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়