ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

পাপন পতন থেকে পিন্ডি জয়

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:২২, ৩১ ডিসেম্বর ২০২৪
পাপন পতন থেকে পিন্ডি জয়

দ্রোহের তাপ আর জয়-পরাজয়ের রঙ-বেরঙের মোড়কে ২০২৪ সাল বাংলাদেশ ক্রিকেটের স্মরণকালের ইতিহাসে একটি আলাদা করে জায়গা করে নিয়েছে। ক্রিকেটীয় পথের জগদ্দল পাথর অপসারণ থেকে মাঠে-ময়দানে বহু ঘটনা দুই হাজার চব্বিশ সালকে টালমাটাল করে রাখে। ক্রিকেটপ্রেমীদের মুখে ঘুরে ফিরে আসা ইতিহাসে দাগ কেটে যাওয়া কিছু ঘটনার ফ্ল্যাশব্যাকই মূলত এই লেখার বিষয়।

পাপন পতন
২০১২ থেকে ২০২৪! এক যুগ ধরে বাংলাদেশের ক্রিকেটের কলকাঠি নাড়তেন নাজমুল হাসান পাপন। তার বিকল্প যেন কেউই ছিলেন না। ক্রিকেটের চেয়েও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় বেশি থাকতেন পাপন। একচ্ছত্র ক্ষমতার বলে সব করতেন নিজের খেয়াল-খুশিতে। তার বিপক্ষে মত দেওয়াও ছিল দুঃসাহসী কাজ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাপনেরও বিদায় ঘণ্টা বেজে যায়। আড়ালে চলে যান তিনি। ২১ আগস্ট পদত্যাগের মাধ্যমে ক্রিকেটে পাপন যুগের সমাপ্তি ঘটে।

ফারুকের আগমন
পাপনের পতনের পর নতুন সভাপতি হন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। এর আগে তিনি দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, দ্বিতীয় মেয়াদে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না। পদত্যাগ করে বিদায় নিতে হয়েছিল তাকে।

অন্তর্বর্তী বোর্ড গঠন
ফারুক আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী বোর্ড গঠন করে কাজ চালিয়ে যাচ্ছে বিসিবি। পাপনের বোর্ডের ৮ পরিচালকসহ নতুন করে ফারুকের সঙ্গে যুক্ত হন নাজমুল আবেদীন ফাহিম। তবে এখন পর্যন্ত স্ট্যান্ডিং কমিটি গঠন হয়নি।

বাংলাদেশের পাকিস্তান জয়
ক্রিকেটীয় সাফল্যের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তানের বিপক্ষে দেশটির মাটিতে টেস্ট সিরিজ জয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দাপুটে ক্রিকেটে বাবর আজমদের নাস্তানাবুদ করে জয়ের মালা গাঁথে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জয় আসে ৬ উইকেটে। এ ছাড়া উইন্ডিজে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ।

টি-টোয়েন্টির সেরা সাফল্য
দুই হাজার চব্বিশ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হাতছানি দিচ্ছিল সেমিফাইনাল। আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে। প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটির মূল পর্বে তিন ম্যাচে জয় আসে। দ্বিপক্ষীয় সিরিজেও বছর শেষ হয়েছে দারুণ জয় দিয়ে। টি-টোয়েন্টি সংস্করণে দুবার বিশ্বজয়ী দল ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে লিটন দাসের দল। ২৪টি টি-টোয়েন্টি খেলে সমান ১২টি করে জয় ও হারের মাঝেই কেটেছে বছর।

প্রিয় সংস্করণেই রংহীন
টেস্ট ও টি-টোয়েন্টির ডামাডোলে ওয়ানডে খুব একটা খেলেনি বাংলাদেশ। কিন্তু যা খেলেছে তা বেমানান ছিল নিজেদের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় দিয়ে শুরু হয়েছিল বছর। মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর বছর শেষ হয়েছে উইন্ডিজের কাছে ধবলধোলাই হয়ে।

সাকিব ইস্যুতে উত্তাল বাংলাদেশ
শেখ হাসিনার পতনের সঙ্গে সাকিবেরও যেন বারোটা বেজে যায়! সবশেষ নির্বচানে সংসদ সদস্য হয়ে যেন নন্দিত ক্রিকেট ক্যারিয়ার জলে ডুবিয়েছেন তিনি। ভারতের কানপুরে অবসরের ঘোষণা দিয়ে সাকিব আল হাসান জানিয়েছিলেন বিদায়ী টেস্ট খেলতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সঙ্গে জুড়ে দেন নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত।
সাকিবের দেশে আসার ইচ্ছার পরই দুই ভাগ হয়ে যায় বাংলাদেশ। মিরপুরে আন্দোলন করে, গ্রাফিতি এঁকে সাকিবকে দেশে আসতে না দেওয়ার পক্ষে আন্দোলন করে একদল। এরপরে সাকিব ভক্তরা মাঠে নামেন। দুই পক্ষের আন্দোলনে থেমে যায় সাকিবের দেশে আসা। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে দেশে না আসতে নিরুৎসাহিত করা হয়। আসন্ন বিপিএলেও সাকিব আসতে পারছেন না।

হাথুরুসিংহের বিদায়
ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে রাখা হবে না- এমন আলোচনার শুরু হয়। ভারত সিরিজের পর বেজে যায় তার বিদায় ঘণ্টা। এক ক্রিকেটারকে ওয়ানডে বিশ্বকাপে লাঞ্ছিত করার অপরাধে বরখাস্ত হয়েছেন হাথুরুসিংহে। প্রথমবার বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হার-জিতের পরিসংখ্যান সমানে সমান। পাঁচটি জয়ের বিপরীতে ৫ পরাজয়। ওয়ানডেতে ৩৫ ম্যাচে ১৩টি জয়ের বিপরীতে হার দেখতে হয়েছে ১৯টি ম্যাচে, ৩ ম্যাচে ফল হয়নি। টি–টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টি জয়, হার ১৫টি, একটিতে ফল হয়নি।

নারী ক্রিকেটে অম্ল-মধুরতা
শেখ হাসিনার পতনের পর দেশের পরিস্থিতি অস্থতিশীল থাকায় বাংলাদেশ নারী বিশ্বকাপ আয়োজনের মতো একটি বড় সুযোগ হারায়। মাঠের ক্রিকেটেও নিগার সুলতানা জ্যোতিদের পারফরম্যান্সে ছিল উত্থান-পতন। বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবার জয়ের দেখা পেলেও বিদায় নিতে হয়েছে শুরুতেই। বছরজুড়ে ৯টি টি-টোয়েন্টি খেলে জয় মাত্র তিনটি। ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ধবলধোলাই হতে হয়েছে। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাইয়ের পর বছর শেষে আইরিশদের ধবলধোলাই করে স্বস্তিতে বছর শেষ করে নিগার সুলতানা জ্যোতির দল।

ঢাকা/রিয়াদ/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়