ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

দারুণ বোলিংয়ে রংপুরকে ‘উড়তে’ দেয়নি সিলেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৩১ ডিসেম্বর ২০২৪  
দারুণ বোলিংয়ে রংপুরকে ‘উড়তে’ দেয়নি সিলেট

সেট ব্যাটার ইফতেখার আহমেদ-নুরুল হাসান সোহান থিতু হয়ে উইকেটে ছিলেন। তবুও রংপুর রাইডার্সকে উড়তে দেয়নি সিলেট স্ট্রাইকার্সের বোলাররা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করে রংপুর। ৪২ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার আহমেদ।

নুরুল হাসান মাত্র ২৪ বলে ৪১ রান করেন। ইফতেখারের সঙ্গে সোহানের জুটি থেকে আসে ৪১ বলে ৬৫ রান। শেষ দিকে সোহান আউট হয়ে যাওয়ার রানের গতি কমে যায়। আরিফুলের দুর্দান্ত ক্যাচে ফেরেন সোহান। শেষ দিকে ৮ বলে ১৬ রান করেন শেখ মেহেদী হাসান।

এর আগে মাত্র ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রংপুর। ওপেনার স্টিভেন টেলর ১২, অ্যালেক্স হেলস ৬ ও ৪ রান করেন জাকির হাসান। মাঝে খুশদিল শাহ ১৬ বলে ২১ রান করেন।

আরো পড়ুন:

সিলেটের হয়ে তানজীম হাসান সাকিব-আল আমিন হোসেন ২ উইকেট করে নেন। তানজীম চার ওভারে ২৭ ও আল আমিন দেন ৩১ রান। এ ছাড়া ১ উইকেট নেন রিচ টপলি।

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল রংপুর। পরদিনই নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি প্রথম ম্যাচ খেলতে নামা সিলেটের। চায়ের দেশের বোলাররা ব্যাটারদের জন্য কাজ সহজ করে দিয়েছেন। এখন দেখার পালা জাকের আলীরা কাজে লাগাতে পারেন কী না।

রংপুর একাদশ:
শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস ও স্টিভেন টেলর।

সিলেট একাদশ:
আরিফুল হক (অধিনায়ক) জর্জ মুনশে, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শিনওয়ারি, তানজীম হাসান সাকিব, নিহাদ উজ্জামান, রিচ টপলি ও আল আমিন হোসেন। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়