ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

সর্বকালের রেকর্ড ভাঙল মেলবোর্নে দর্শক উপস্থিতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৪
সর্বকালের রেকর্ড ভাঙল মেলবোর্নে দর্শক উপস্থিতি

মেলবোর্ন টেস্ট শেষ হয়েছে সোমবার। যেখানে ভারতকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে দর্শক উপস্থিতির রেকর্ডও ভেঙেছে।

১৯৩৭ সালে এক টেস্টে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জন দর্শক হয়েছিল। গেল ৮৭ বছর ধরে এটিই ছিল কোনো টেস্ট ম্যাচে হাজির হওয়া সর্বোচ্চ সংখ্যক দর্শক। কিন্তু সোমবার ৮৭ বছরের পুরনো সেই রেকর্ডটি ভেঙে যায় মেলবোর্নে। এই টেস্টে পাঁচদিনে মোট ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন দর্শক মাঠে হাজির হন।

পঞ্চম দিন সকালেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় যে, ইতোমধ্যে ৫১ হাজার ৩৭১ জন দর্শক মাঠে হাজির হয়েছে। তাতেই ভেঙে যায় ১৯৩৭ সালের রেকর্ডটি। সেদিন শেষ পর্যন্ত ৭৪ হাজার ৩৬৩ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিল।

আরো পড়ুন:

১৯৩৭ সালে একই ভেন্যুতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে সাড়ে ৩ লাখ দর্শক মাঠে এসেছিল। তখন খেলতেন ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। সে সময় টেস্ট ছিল ছয়দিনের। ছয়দিনে মোট ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন।

আর ২০২৪ সালে বক্সিংডে টেস্টে সেই মেলবোর্নেই পাঁচদিনে হাজির হলো মোট ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন দর্শক। এই টেস্টের প্রথম দিন ৮৭ হাজার ২৪২ জন, দ্বিতীয় দিনে ৮৫ হাজার ১৪৭ জন, তৃতীয় দিনে ৮৩ হাজার ৭৩ জন, চতুর্থ দিনে ৪৩ হাজার ৮৬৭ জন ও পঞ্চম দিনে ৭৪ হাজার ৩৬২ জন দর্শক মাঠে হাজির হন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়